শিল্পকলায় জাতীয় কবির গান-কবিতা
২৭ আগস্ট ২০১৮ ১৫:১৫ | আপডেট: ২৭ আগস্ট ২০১৮ ১৬:০৬
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম প্রয়াণ দিবস আজ (২৭ আগস্ট)। দিনটি পালনে ও কবির প্রতি শ্রদ্ধা জানাতে কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় শিল্পকলা একাডেমি। সোমবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে শিল্পকলা একাডেমি আয়োজন করেছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য কবি আসাদ চৌধুরী। অলোচনার পর অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনে থাকবে বাংলাদেশ শিশু একাডেমির ক্ষুদে শিল্পীদের সমবেত সংগীত ‘শুকনো পাতার নুপুর পায়ে’। শিল্পকলা একাডেমির শাস্ত্রীয় নৃত্যের শিক্ষার্থীরা পরিবেশন করবে সমবেত নৃত্য। আবৃত্তি করবেন নায়লা তারান্নুম কাকলী, মাহিদুল ইসলাম মাহি। থাকবে আরও অনেক আয়োজন। অনুষ্ঠানের ব্যাপ্তী ১ ঘণ্টা ২৫ মিনিট।
সারাবাংলা/পিএ/পিএম