বছরের প্রথম প্রহরে আসিফের গান
৩০ ডিসেম্বর ২০১৭ ১৫:৩৭ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৭ ১৫:৩৮
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
চলতি বছরটি দারুণভাবে কাটিয়েছেন আসিফ ভক্তরা। একাধিক জনপ্রিয় গান আর মিউজিক ভিডিওতে তার সাবলীল উপস্থিতি চমকে দিয়েছে সংগীতপ্রেমীদের। সেই ধারাবাহিকতায় নতুন বছরের প্রথম প্রহরেই দেখা দিচ্ছেন বাংলা গানের এই যুবরাজ।
‘প্রথম দেখা’ শিরোনামের নতুন একটি গান নববর্ষের উপহার হিসেবে আনছেন আসিফ আকবর। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন। গীতিকার ও কন্ঠশিল্পী লুৎফর হাসানের কথায় গানটির সুর করেছেন রিয়াদ হাসান, সঙ্গীতায়োজন করেছেন ডিজে রাহাত।
এই গানটি দিয়ে প্রথমবারের মতো আসিফের সঙ্গে কাজ করলেন ‘ডি রকস্টার’ খ্যাত ডিজে রাহাত। সিনেআর্ট প্রডাকশনের ব্যানারে গানটির ভিডিও নির্মান করেছেন শুভব্রত সরকার। রাজধানীর কোক স্টুডিওতে সম্প্রতি শেষ করা হয়েছে গানটির শুটিং।
গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘আবারো আমি নতুন লুকে আসছি ‘প্রথম দেখা’র ভিডিওতে। পুরো গানটি ইনফিনিটি সাদা আর কালোর ওপর করা। আমরা জানি শান্তির রং সাদা। নতুন বছর যাতে সবার শুভ্র, সুন্দর আর শান্তিতে কাটে সে লক্ষেই আমাদের এই প্রয়াস।’
সারাবাংলা/টিএস/পিএম