গল্প পরিবর্তন হওয়ায় প্রচার হচ্ছে না টেলিছবি
২৬ আগস্ট ২০১৮ ১৪:১৭ | আপডেট: ২৬ আগস্ট ২০১৮ ১৫:০৮
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অভিনয় করেছেন বাংলাদেশের একটি টেলিছবিতে। রাশেদ রাহা পরিচালিত টেলিছবিটির নাম ‘দার্জিলিং-এ ভালোবাসা’।
বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে ঈদের সপ্তম দিন টেলিছবিটি প্রচার হওয়ার কথা ছিল। তবে হঠাৎ এটি প্রচার না করার সিদ্বান্ত নিয়েছে চ্যানেল কতৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘দার্জিলিং-এ ভালোবাসা’ টেলিফিল্মটি ঈদের ৭ম দিন দুপুর ২টা ১০ মিনিটে প্রচার করার কথা থাকলেও অনিবার্য কারণবশত টেলিফিল্মটি সম্প্রচার করা যাচ্ছেনা। অচিরেই বাংলাভিশনে কোন একটি উৎসবে টেলিফিল্মটি সম্প্রচার করা হবে।’
আরও পড়ুন : আলিয়ার জন্য গর্বিত বাবা মহেশ ভাট
অনিবার্য কারণ বলতে ঠিক কি বোঝানো হয়েছে? প্রশ্নের বিপরীতে বাংলাভিশনের প্রোগ্রাম ইনচার্জ তারেক আখন্দ জানান-
চ্যানেল থেকে যে গল্প অনুমোদন দেয়া হয় সেই গল্প থেকে সরে এসেছেন নির্মাতা। গল্প পরিবর্তন করা হয়েছে। তাছাড়া টেলিফিল্মটিতে বাংলাদেশের কোন অভিনয়শিল্পীকে নেয়া হয়নি। বাংলাদেশ থেকে যাকে নেয়ার কথা ছিল তাকে না নিয়ে অন্যকে দিয়ে কেনো অভিনয় করানো হল তা বোধগম্য নয়। আমাদের কাছে দেশের প্রাধান্য সবার আগে। টেলিছবিটির নির্মাতাকে চ্যানেলের নির্দেশনা মেনে পুনরায় শুটিং করার নির্দেশনা দেয়া হয়েছে।’
এ বিষয়ে মতামত জানতে পরিচালক রাশেদ রাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সারাবাংলাকে বলেন,‘এটি নিয়ে চ্যানেলের সঙ্গে আমার আনুষ্ঠানিক কোন কথা হয়নি। কথা হওয়ার পর বিস্তারিত বলতে পারব। আমি যতোটুকু জানি একজন আর্টিস্ট নিয়ে তাদের সমস্যা ছিল।’
শ্রীলেখা মিত্র ছাড়াও টেলিছবিটিতে অভিনয় করেছেন রিষী কৌষিক, সুব্রত গাঙ্গুলীসহ আরও অনেকে।
সারাবাংলা/আরএসও/পিএ