তিন বছর পর টিভি লাইভে আসিফ
২৫ আগস্ট ২০১৮ ১৬:১৩ | আপডেট: ২৫ আগস্ট ২০১৮ ১৬:৩১
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
আসিফ আকবর। দেশের জনপ্রিয় শিল্পী। গান ছাড়াও নানা কারণে তিনি থাকেন আলোচনায়। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় দিয়েছিলেন অবসরের ঘোষণা। দীর্ঘ সময় ছিলেন গান থেকে দূরে। অবসর ভেঙ্গে ফিরে এসেছেন কয়েক বছর হলো। ফিরেই পুরোদমে ব্যস্ত হয়ে পড়েছেন গান নিয়ে। নিয়মিত বিরতিতে প্রকাশিত হচ্ছে তার নতুন নতুন সব গান।
আরও পড়ুন : এক ফ্রেমে দুই সুপারস্টার
জনপ্রিয় এই কন্ঠশিল্পী একটা লম্বা সময় টেলিভিশনের লাইভ গানের অনুষ্ঠান থেকেও দূরে ছিলেন। প্রায় তিন বছর পর আজ আবারও টেলিভিশনের লাইভ গানের অনুষ্ঠানে ফিরছেন আসিফ আকবর। নাগরিক টিভির ঈদ স্পেশাল গানের আয়োজন আসিফ আকবরকে দেখা যাবে আজ (২৫ আগস্ট)। অনুষ্ঠানটি নাগরিক স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার শুরু হবে রাত ১১টায়।
আসিফ আকবর সারাবাংলাকে জানিয়েছেন, অনুষ্ঠানে তিনি সাত থেকে আটটি নতুন গান গাইবেন। এছাড়া পুরনো জনপ্রিয় কিছু গানও থাকবে তার পরিবেশনার তালিকায়।
সারাবাংলা/পিএম