ঈদের চতুর্থ দিনে টিভি আয়োজন
২৪ আগস্ট ২০১৮ ১৬:৩২ | আপডেট: ২৪ আগস্ট ২০১৮ ১৬:৪৮
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
ছোট পর্দায় জনপ্রিয় নির্মাতা, অভিনয়শিল্পীদের নাটক থাকছে ঈদের চতুর্থ দিন (২৫ আগস্ট)। নাটক ছাড়াও আছে নানা রকম আয়োজন।
জিটিভিতে (গাজী টিভি) ঈদের চতুর্থ দিন রাত ৯টা ৩০মিনিটে প্রচার হবে নাটক ‘ভিন্ন বসন্ত’। সুচিত্রা ভট্টাচার্যের ‘অন্য বসন্ত’ উপন্যাস অবলম্বনে নাটকটি নির্মাণ করেছেন গোলাম মোস্তফা শিমুল। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সাব্বির আহম্মেদ, ভাবনা, আরমান পারভেজ মুরাদ।
এটিএন বাংলায় শনিবার সকাল ১০টা ৩০মিনিটে দেখা দর্শকরা দেখতে পাবেন হলিউডের জনপ্রিয় সিনেমা ‘দ্য ট্রান্সপোর্টার’। ছবিটি পরিচালনা করেছেন লুই ল্যাটেরিয়ার ও কোরি ইউয়েন। বাংলায় ডাবিং করে দেখানো হবে ছবিটি।
শনিবার রাত ১২টায় দীপ্ত টিভিতে রাত ১২টায় প্রচার হবে একক নাটক ‘ব্ল্যাক বেঙ্গল দ্য সেলফি হিরো’। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, প্রাণ রায়, এনামুল হক, টয়া।
ঈদের ৪র্থ দিন রাত ৭টা ৫০ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে স্বল্প বিরতির নাটক ‘কানামাছি ভোঁ ভোঁ’। আশফাক নিপুনের রচনা ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন অপি করিম, জন কবির।
এনটিভিতে রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে নাটক ‘মেয়ে’। উইলিয়াম শেক্সপিয়ারের গল্প অবলম্বনে নাটকের চিত্রনাট্য করেছেন আসফিদুল হক, পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, মম, সারিকা সাবাহ।
সারাবাংলা/পিএ/টিএস