Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেমস বন্ড সিরিজের পরের ছবিতে নোলান


২২ আগস্ট ২০১৮ ১৯:৩১ | আপডেট: ২২ আগস্ট ২০১৮ ১৯:৩৩

জেমস বন্ড ও ক্রিস্টোফার নোলান

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

যাদুর স্পর্শ দেয়ার ক্ষমতা রাখেন হলিউডি নির্মাতা ক্রিস্টোফার নোলান। তার হাতে পড়লে যেকোনো সাধারন চরিত্রও হয়ে ওঠে অসাধারন মহিমান্বিত। ব্যাটম্যানের কথাই ধরুন না, অতি সাধারন এই সুপারহিরোকে কাল্ট ফিগার বা পূজা পাওয়া দেবতা বানিয়ে ফেলেছেন নোলান। সেই সঙ্গে তার শত্রু আল গোর, জোকার ও বেন এর মতো চরিত্রদেরকেও নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। শুধু তাই নয়, তার বানানো ছবি ‘মেমেন্টো’, ‘ইনসেপশন’ ও ‘ইনসমনিয়া’কে আধুনিক ধ্রুপদী চলচ্চিত্রের অনন্য উদাহারণ মনে করে সিনেমাবোদ্ধারা।

বিজ্ঞাপন

নোলান এবার স্পর্শ করছেন জেমস বন্ড সিনেমার পরের পর্বের চিত্রনাট্য। অস্কার জয়ী নির্মাতা ডেনি বয়েলের জায়গায় নোলানকে নিচ্ছে সিরিজটির প্রযোজকরা। গত রাতে সৃষ্টিশীলতার মতপার্থক্যকে কারণ দেখিয়ে সরে দাড়িয়েছেন ‘স্লামডগ মিলেনিয়ার’ খ্যাত এই নির্মাতা। তার জায়গায় জেমস বন্ডকে নতুন করে দর্শকদের সামনে হাজির করার দায়িত্ব পাচ্ছেন হলিউডের পারফেক্টশনিস্ট নির্মাতা নোলান।

‘বন্ড ২৫’ ছবিটি হতে যাচ্ছিল ডেনি বয়েলের শেষ বন্ড প্রজেক্ট। যেটি ২০১৯ সালের নভেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। কিন্তু জেমস বন্ডের অফিশিয়াল টুইটার পাতা থেকে জানানো হয়েছে জেমস বন্ড সিরিজের পরের ছবিটি থেকে সরে দাঁড়াচ্ছেন এ নির্মাতা। অভিনেতা ডেনিয়েল ক্রেইগও নিশ্চিত করেছেন খবরটি। বয়েলের সরে যাবার কারণে ছবিটির শুটিং কিছুদিন পিছিয়ে গেছে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে ডিসেম্বরে শুরু হবে দৃশ্যধারণের কাজ।

এদিকে জেমস বন্ড হিসেবে ডেনিয়েল ক্রেইগের জায়গায় ইদ্রিস এলবার নাম শোনা যাচ্ছে অনেকদিন থেকেই। বয়েল সরে দাঁড়ানোয় সেই গুঞ্জনটা এবার আরেকটু জোরালো হলো। বন্ড সিরিজের ভক্তরা ভাবছেন, নোলান চরিত্রটিতে কিছুটা নতুনত্ব আনবেন। ফলে শেতাঙ্গ জেমব বন্ড এবার হয়ে যেতে পারেন কৃষ্ণাঙ্গ। সেটি হয়ে গেলে ইদ্রিস এলবার অন্তর্ভুক্তির খবরটি এখনই দিয়ে দেয়া যায়।

বিজ্ঞাপন

তবে জেমম বন্ড সিরিজ পরিচালনার ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু জানাননি নোলান। গত ফেব্রুয়ারীতে বলেছিলেন, ‘সিরিজটি আমার প্রিয়। সুযোগ পেলে চরিত্রটি নিয়ে কাজ করবো। তবে প্রযোজকরা আমাকে নেবেন কিনা সেটি এখনই বলতে পারছি না। আমি সবসময় সিরিজটি থেকে অনুপ্রাণিত হয়েছি এবং আমার বিশ্বাস সামনে হয়তো চরিত্রটি নিয়ে কাজ করার সুযোগ পাবো।’

যাই হোক, নোলানের সামনে স্বপ্নের সেই সুযোগটি ‘প্রায়’ চলেই এসেছে। দুই পক্ষ থেকে নিশ্চিত করে বললেই নতুন করে স্বপ্ন দেখা শুরু করবে সিনেমাপ্রেমীরা। এখন দেখার অপেক্ষা অফিশিয়াল সেই ঘোষণা কবে নাগাদ পাওয়া যায়।

সারাবাংলা/টিএস/পিএম

ইনসমনিয়া ইনসেপশন ক্রিস্টোফার নোলান জেমস বন্ড মেমেন্টো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর