Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন মোড়কে পুরনো গান


৩০ ডিসেম্বর ২০১৭ ১০:২২ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৭ ১১:১২

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

এর আগে অডিও হিসেবে ছাড়া হয়েছিলো ‘মনটা চিনচিন’ শিরোনামে কাজী শুভ ও সাবরিনার গাওয়া গানটি। অল্পদিনেই দারুণ শ্রোতাপ্রিয়তা পাওয়ায় এবার গানটির মিউজিক ভিডিও আনলো প্রযোজনা প্রতিষ্ঠান ‘সংগীতা’। মিউজিক ভিডিওর পরিচালক সৌমিত্র ঘোষ ইমন বলেন, ‘শ্রোতাদেরকে গানের সঙ্গে বাড়তি কিছু দেয়ার জন্যই মিউজিক ভিডিওটি সামনে আনা। এটিকে তাই বলা যায় নতুন মোড়কে পুরনো গান!’

বিজ্ঞাপন

গানটি প্রসঙ্গে কাজী শুভ বলেন, ‘দারুণ একটি গানের মিউজিক ভিডিও হয়েছে। গানের সঙ্গে সামঞ্জস্য রেখেই দারুণ একটি জায়গায় মিউজিক ভিডিও নির্মাণ হয়েছে। গানটি সুপার হিট হবে বলেই আমার বিশ্বাস।’ সাবরিনা বলেন, ‘আমরা গানটির জন্য অনেক পরিশ্রম করেছি। চেষ্টা করেছি শ্রোতাদেরকে আশাহত না করতে। আমাদের বিশ্বাস শ্রোতারা নিরাশ হবেন না।’

মিউজিক ভিডিওটিতে প্রথমবারের মতো মডেল হিসেবে দেখা গেলে চিত্রনায়ক শিপন ও লাক্সতারকা সাবিনা রিমাকে। গানটি প্রসঙ্গে শিপন বলেন, ‘চমৎকার একটি গান। গানটি শুনতে যেমন মিষ্টি, এখন থেকে এটি দেখতেও একইরকম মিষ্টি লাগবে।’

মডেল সাবিনা রিমা বলেন, ‘শিপন ভাইয়ের সঙ্গে কাজ করার মধ্যে একধরণের আনন্দ আছে। কারণ উনি বেশ চুপচাপ স্বভাবের। তবে এই গানটিতে অভিনয়ের সময় উনি নিজেকে ভেঙ্গেছেন, তাই আমাদের রসায়নটাও বেশ জমেছে।’

‘মনটা চিনচিন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ ও সাবরিনা। গানের গীতিকার জাহিদ আকবর। সুর করেছেন কাজী শুভ এবং সংগীত আয়োজনে ছিলেন রাফী। গানটির দৃশ্যায়ন করা হয়েছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে।

সারাবাংলা/টিএস/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর