Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫০ হলে ঈদের চার সিনেমা


২১ আগস্ট ২০১৮ ১৮:৫৮

ঈদ সিনেমা

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

রাত পোহালেই ঈদ। আর ঈদ মানেই আনন্দ। আনন্দ ভাগাভাগির জন্য চলচ্চিত্রের মানুষেরা নিয়েছেন সাধ্যমত প্রস্তুতি। ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নতুন সিনেমা। নতুন গান ও গল্পে মাতবে দর্শকরা, এটাই তাদের প্রত্যাশা।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাচ্ছে চারটি ছবি। সিনেমাগুলো হলো ‘ক্যাপ্টেন খান’, ‘জান্নাত’, ‘মনে রেখ’ ও ‘বেপরোয়া’। চারটি সিনেমা প্রদর্শিত হবে দেশের ২৫০ সিনেমা হলে।

হল বরাদ্দের দৌড়ে বরাবরের মতো এগিয়ে আছেন শাকিব খান। এই ঈদে শাকিব খানের একমাত্র সিনেমা ‘ক্যাপ্টেন খান’। ছবিটি প্রদর্শিত হবে দেশের ১৬০টি হলে। শাকিব খানের পাশাপাশি ভালো লাগা ছড়াবে নায়িকা বুবলি। শাপলা মিডিয়ার প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন ওয়াজেদ আলী সুমন।

ঈদে প্রথমবার পর্দায় আসছে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমা। ছবির নাম ‘জান্নাত’। অভিনয় করেছেন মাহি-সাইমন জুটি। ভিন্ন প্রেক্ষাপটে একটি ভালোবাসার গল্প বলতে চেয়েছেন পরিচালক। নায়িকা মাহি ছবিটি নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করেছেন বিভিন্ন সাক্ষাৎকারে। ছবিটি প্রদর্শিত হবে ৩০টি প্রেক্ষাগৃহে।

‘রম-কম অ্যাকশন’ ঘরানার সিনেমা ‘মনে রেখ’। দেশের মাহি কলকাতার বনি জুটির প্রথম সিনেমা এটি। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ছবিটি প্রযোজনা করেছে হার্টবিট প্রোডাকশন। রাজধানীর বলাকা, মধুমিতা সিনেমা হলসহ দেশের ৬০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ছবিটি।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও কলকাতার রাজাচন্দ পরিচালিত ‘বেপরোয়া’ বড় বাজেটের সিনেমা হলেও ঢাকার বাইরে মাত্র দুটি সিনেমা হলে প্রদর্শিত হবে ছবিটি। ২০ আগস্ট ছবিটি সেন্সর পায়। ঈদের মাত্র এক দিন আগে সেন্সর পাওয়ায় ছবিটি বড় পরিসরে মুক্তি দিচ্ছে না প্রযোজনা প্রতিষ্ঠান। রোশান-ববি জুটির ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে এক ধরনের প্রত্যাশা থাকলেও সেটি তাদের পুষে রাখতে হবে আরও কিছুদিন।

বিজ্ঞাপন

ঈদে মাহি অভিনীত দুটি সিনেমা (জান্নাত ও মনে রেখ) দেখতে পাবেন দর্শকরা। এছাড়াও পরিচালক ওয়াজেদ আলী সুমন পরিচালিত দুটি সিনেমা (ক্যাপ্টেন খান ও মনে রেখ) মুক্তি পাচ্ছে।

সারাবাংলা/পিএ/টিএস

ঈদের সিনেমা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর