Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চারুকলায় দু’দিনের জয়নুল উৎসব


২৯ ডিসেম্বর ২০১৭ ২৩:১২ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৭ ২৩:১৪

সারাবাংলা ডেস্ক

দেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৩ তম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আয়োজন করা হয়েছে দু’দিনের জয়নুল উৎসব। এ আয়োজনে দিনভর ছিল পটের গান, পালা-পার্বন আর  আলোকচিত্র প্রদর্শনী।  এছাড়াও সঙ্গীত ও নৃত্য এবং তথ্যচিত্র প্রদর্শনীর মতো আয়োজনও  রাখা হয়েছে চারুকলা প্রাঙ্গণে।

সকালে  শিল্পাচার্যের সমাধিতে পুষ্পস্তবক  অর্পণের মধ্য দিয়ে  শুরু হয় প্রথম দিনের অনুষ্ঠান।  উদ্বোধনী অনুষ্ঠানে তিনজন গুণীজনকে জয়নুল সম্মাননা দেওয়া হয়। এই তিন গুণী কার্টুনিস্ট রফিকুন নবী, চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার ও ভারতীয় চিত্রশিল্পী সনদ করকে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান  ছাড়াও  ছিলেন জয়নুল আবেদিনের ছেলে, প্রকৌশলী ময়নুল আবেদিন ও বিমসটেক এর মহাসচিব সহিদুল ইসলাম। অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য মো. আখতারুজ্জামান ।

বকুলতলায়  জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন  চারুকলার নবীন ও প্রবীণ শিক্ষার্থী। চারুকলা প্রাঙ্গণে বসা মেলাতেও ভিড় করেন নানা বয়সী মানুষ।

সারাবাংলা/আরএফ/জেডএফ

 

শিল্পাচার্য জয়নুল আবেদিন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর