এতিম শিশুর সঙ্গে নাচলেন প্রিয়াঙ্কা
২০ আগস্ট ২০১৮ ১২:৫২ | আপডেট: ২০ আগস্ট ২০১৮ ১৪:৫৩
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
হবু স্বামী নিক জোনাসকে নিয়ে প্রিয়াঙ্কা চোপড়া গিয়েছিলেন একটি এতিম খানায়। বাগদানের পর এটিই তাদের প্রথম প্রকাশ্যে আসা। প্রিয়াঙ্কা ও জোনাসের আগমন উপলক্ষে অরফানেজটিতে ছোট করে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। যেখানে এক অনাথ কন্যাশিশুর সঙ্গে নাচেন ভবিষ্যতের মিসেস জোনাস। ছোট্ট এই ঘটনাটিতে বেশ মুগ্ধ হয়েছেন জোনাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাচের ভিডিওটি শেয়ার করে নিক জোনাস লিখেছেন, ‘আজকের সেইন্ট ক্যাথারিন এতিমখানা, আমার হৃদয় এখন পূর্ণ।’
অনাথ শিশুটির সঙ্গে বেশ উতলা হয়ে নেচেছেন প্রিয়াঙ্কা। এই নায়িকার গুন্ডে ছবির ‘তুনে মেরি এন্ট্রিয়ারে’ গানটির সঙ্গে মেয়েটিও নেচেছে দারুণ। নাচের তালেও দুজনে ছিলেন সমানে সমান। এ সময় ক্যামেরার পেছনে ছিলেন জোনাস।
আরও পড়ুন : নওশাবাকে মুক্তি দিতে অভিনয় শিল্পী সঙ্ঘের আবেদন
এর আগে, গত শনিবার হিন্দু ঐতিহ্য মেনে বাগদান সারেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। শপথ অনুষ্ঠানে শুধুমাত্র উপস্থিত ছিলেন দুজনের কাছের বন্ধু ও পরিবারের সদস্যরা। পরে অনুষ্ঠানের ছবি ইনস্টাগ্রামে দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের স্বীকৃতি দেন দুজন। প্রিয়াঙ্কা লেখেন, ‘ধৃত…সঙ্গে আমার সবটা হৃদয় এবং আত্মা।’ আর জোনাস লিখেন, ‘ভবিষ্যত মিসেস জোনাস। আমার হৃদয়। আমার ভালোবাসা।’
নিকিয়াঙ্কার আশীর্বাদ অনুষ্ঠানে এসেছিলেন ভারতের অনেক গুণী মানুষ। বলিউড সতীর্থদের মধ্য থেকে এসেছিলেন আলিয়া ভাট, প্রীতি জিনতা ও বিশাল ভর্দ্বওয়াজের মতো তারকারা। ব্যবসায়ি মুকেশ আম্বানী এসেছিলেন স্ত্রী নীতা এবং কন্যা ইশাকে নিয়ে। পরিনীতি চোপড়া, সিদ্ধার্থ রায় কাপুররা তো ছিলেনই। সালমান খানের বোন অর্পিতা খান এসেছিলেন স্বামী আয়ুশ শর্মাকে সঙ্গে করে। লেখক মুশতাখ শেইখও ছিলেন তাদের সঙ্গে। অর্পিতা আর মুশতাখ বি-টাউনে প্রিয়াঙ্কা সবচেয়ে ঘনিষ্ট বন্ধু হিসেবে পরিচিত। তবে বলিউড তারকাদের সব অনুষ্ঠানের প্রিয়মুখ শাহরুখ খানকে দেখা যায়নি প্রিয়াঙ্কার বাগদান অনুষ্ঠানে।
নিক-প্রিয়াঙ্কার পানচিনি অনুষ্ঠানের যে কয়টি ছবি অন্তর্জালে ছড়িয়েছে, তার মধ্যে একটি ছবি বেশ পছন্দ করেছেন ভক্তরা। শ্বশুর-শাশুড়িকে প্রিয়াঙ্কার চুমু খাওয়ার ছবিটি ইনস্টাতে শেয়ার করে নিকের বাবা কেভিন জোনাস সিনিয়র লিখেছেন, ‘উদযাপনের কি সুন্দর একটি দিন। নিক-প্রিয়াঙ্কার বাগদান এবং ভারতীয় ঐতিহ্য।’ নিকের ভাই জো টুইট করেছেন, ‘আমি আমার ভাইয়ের জন্য গর্বিত হতে পারি। আমাদের পরিবারে স্বাগতম প্রিয়াঙ্কা। আমরা তোমাকে ভালোবাসি।’ জোয়ের খুব কাছাকাছি লিখে টুইট করেছেন প্রিয়াঙ্কার শাশুড়িও।
আরও পড়ুন : সাগর পারের সেই ছোট্ট জাহিদের মৌলিক গান
তবে প্রিয়াঙ্কাকে সবচেয়ে সুন্দর শভেচ্ছা বার্তাটি পাঠিয়েছে সোফি টার্নার। গেম অফ থ্রোন্স সিরিজের এই তারকা অভিনেত্রী এবং নিকের বড় ভাইয়ের স্ত্রী লিখেছেন, ‘ওয়াও! প্রথমে আমি আশীর্বাদ ধন্য হয়েছি নিকের মতো একজন দেবর পেয়ে, এবার পাচ্ছি ভেতর ও বাহিরে চমৎকার সুন্দর একজন জা। প্রিয়াঙ্কাকে আমাদের পরিবারে স্বাগত জানাতে আমি উতলা হয়ে আছি। দুজনকেই ভালবাসা।’
অনুষ্ঠানে আসতে না পারলেও নিক-প্রিয়াঙ্কাকে শুভকামনা জানিয়েছেন, রণবীর সিং, হৃত্বিক রোশন, সোনম কাপুর, মাসাবা গুপ্তা, শিল্পা শেট্টি, ডায়ানা পেন্টি, বিপাশা বসু ও মল্লিকা আরোরার মতো তারকারা।
https://www.instagram.com/p/Bmr003choG-/?taken-by=filmypix
সারাবাংলা/টিএস/পিএম
ডায়ানা পেন্টি নিক জোনাস প্রিয়াঙ্কা চোপড়া বিপাশা বসু মল্লিকা আরোরা মাসাবা গুপ্তা রণবীর সিং শাহরুখ খান শিল্পা শেট্টি সোনম কাপুর হৃত্বিক রোশন