Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার কন্যা করলেন ‘তিনকন্যার গল্প’


১৮ আগস্ট ২০১৮ ১৬:৫৯ | আপডেট: ১৮ আগস্ট ২০১৮ ১৭:০১

স্পেশাল করেসপন্ডেন্ট ।।

দিন কয়েক আগে বাংলাদেশ ঘুরে গেছেন পশ্চিমবাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এসেছিলেন প্রয়াত চিত্রনায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন ছবি ‘জ্যাম’ এর মহরত অনুষ্ঠানে। কিন্তু ঋতুপর্ণা বাংলাদেশে এসে একটি অনুষ্ঠানেই অংশ নেবেন তাতো আর হয়না। সফরের এক ফাঁকে তিনি অংশ নিলেন চ্যানেল আইয়ের বিশেষ এক আড্ডায়। তার সঙ্গে আড্ডা জমান ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আর পুরো আড্ডার সূত্রধর ছিলেন ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি।

বিজ্ঞাপন

রঙিন পর্দার তিনকন্যার এই আড্ডা সিনেমার গন্ডি পেরিয়ে বিস্তৃত হয়েছে তাদের কৈশোরের মধুময় স্মৃতি, প্রেম, ভালোবাসা, তারকা হওয়ার স্বপ্ন পূরণের সাতকাহন পর্যন্ত। উচ্ছ্বাস, আনন্দ আর হাসি তামাশায় ঘণ্টাখানেক সময় তারা মশগুল ছিলেন আড্ডায়।

‘তিনকন্যার গল্প’ শিরোনামের মনমাতানো এই আড্ডা আপনিও উপভোগ করতে পারবেন চ্যানেল আই-এর এবারের ঈদ উৎসবে। পর্দার পেছনে বসে তিন কন্যার এই আড্ডা পরিচালনা করেছেন আরেক কন্যা, চ্যানেল আইয়ের নির্মাতা অনন্যা রুমা।
‘তিনকন্যার আড্ডা’ প্রচারিত হবে ২০ আগস্ট রাত ৭.৫০ মিনিটে, চ্যানেল আইয়ের পর্দায়।

সারাবাংলা/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর