পানচিনি হয়ে গেল নিক-প্রিয়াঙ্কার
১৮ আগস্ট ২০১৮ ১৫:৪৩ | আপডেট: ১৮ আগস্ট ২০১৮ ১৫:৫১
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
বাঙালীরা বলে পানচিনি। কোথাও কোথাও আবার আশীর্বাদও বলা হয়। পাঞ্জাবের মানুষ বলে রোকা। বিয়ের আগে শাস্ত্রমতে মুরুব্বীদের দোয়া নেয়ার এই প্রচলন রয়েছে গোটা ভারতবর্ষেই। নিক জোনাস যেহেতু ভারতের মেয়েকে বিয়ে করছেন, সে কারণে ভারতীয় কায়দায় আশীর্বাদ নিতে হলো তাকেও। শনিবার দুপুরে হবুপত্নী প্রিয়াঙ্কার পাশে বসে পুর্বদেশীয় রীতিতে দোয়া নিয়েছেন এই পশ্চিমা তারকা।
পানচিনি বা রোকা অনুষ্ঠানে নিক এসেছিলেন ঘিয়া রঙ্গের পাঞ্জাবী পরে। আর প্রিয়াঙ্কার পরনে ছিলো হলুদ রঙ্গের শাড়ি। ভারতীয় পোশাকে দুজনকে মানিয়েছেও বেশ। আশীর্বাদ অনুষ্ঠানের অনেকগুলো ছবি ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। প্রতিটি ছবিতেই বেশ ‘মিষ্টি’ মনে হয়েছে এই জুটিকে।
https://www.instagram.com/p/BmnPiJHgnuh/?utm_source=ig_embed&utm_campaign=embed_loading_state_control
শনিবার সকাল দশটা থেকেই পুজো-অর্চনা শুরু হয়। সকালের দিকে পুজোর সামগ্রী হাতে পুরোহিতকে প্রিয়াঙ্কার বাংলোতে ঢুকতে দেখা যায়৷ এরপর আশীর্বাদ শেষে অতিথিদের মধ্যে খাবার বিতরণ করা হয়। জানানো হয়, সন্ধ্যায় হবে আংটি বদল বা বাগদান অনুষ্ঠান।
আশীর্বাদ অনুষ্ঠানের মধ্য দিয়ে একসঙ্গে জুড়ে গেল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের পরিবার। অনুষ্ঠানে নিকের পরিবারের সদস্যরা প্রায় সবাই ছিলো, ছিলো না কেবল ভাই কেভিন জোনাস। প্রিয়াঙ্কার পরবারের সদস্যদের বাইরে থেকে ছিলো তার সবচেয়ে কাছের বন্ধু মোস্তাক শেখ। এছাড়াও আশীর্বাদে এসেছিলেন পিসির বলিউড সতীর্থ প্রীতি জিনতা।
https://www.instagram.com/p/BmnNSDanu45/?utm_source=ig_embed&utm_campaign=embed_loading_state_control
কথিত আছে, ১৮ জুলাই প্রিয়াঙ্কার জন্মদিনে প্রিয়াঙ্কাকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন নিক। সেই আংটিটি কিছুদিন আগেই দিল্লি বিমানবন্দরে হাত থেকে খুলে লুকোতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। তবে খুব বেশিদিন আংটিটি লুকোতে পারেননি প্রিয়াঙ্কা। এর কিছুদিন পর মণীশ মালহোত্রার হাউজ পার্টিতে সেই রিং আবার দেখা গেল প্রিয়াঙ্কার একই আঙুলে। চার ক্যারটের হিরে বসানো যে আংটিটির মূল্য প্রায় দেড় কোটি টাকা।
এদিকে ২২ জুনের পর এই নিয়ে দ্বিতীয়বার ভারতে এলেন নিক। তবে এবার তিনি এসেছেন প্রিয়াঙ্কাকে একেবারে নিজের করে নিতে।
This is what true love looks like! @priyankachopra @nickjonas pic.twitter.com/oWXexqt9DV
— Filmfare (@filmfare) August 18, 2018
উল্লেখ্য, হলিউডের সিনেমা ‘কাউবয় নিনজা ভাইকিং’-এর মুক্তি পিছিয়ে যাওয়ায় প্রিয়াঙ্কা অনেকটা সময় দেশের মাটিতে কাটাতে পারছেন। এছাড়া, তিনি ভারতে শুটিং করছেন সোনালি বসুর ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির।
সারাবাংলা/টিএস/এএসজি