Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মান্টো আসছে সেপ্টেম্বরে


১৭ আগস্ট ২০১৮ ১৭:১৭

মান্টো

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বিশ্ব সাহিত্যে সা’দত হোসেন মান্টোকে নিয়ে আগ্রহের শেষ নেই। উর্দু ভাষার জনপ্রিয় এই সাহিত্যিকের ঘটনাবহুল ও বর্ণিল জীবন নিয়ে হয়েছে বিস্তর গবেষণা। সিনেমাও হয়েছে বেশ কয়েকটি। যার সর্বশেষটি বানিয়েছেন বাঙালি অভিনেত্রী ও নির্মাতা নন্দিতা দাস। যেখানে মান্টো চরিত্রে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। গেল মে মাসে ছবিটি প্রদর্শিত হয়েছে কান চলচ্চিত্র উৎসবে।

বিজ্ঞাপন

অভিনেতা হিসাবে নওয়াজ প্রতিষ্ঠিত। তিনি অনেক আগেই সেটা প্রমাণ করেছেন। হাস্য কৌতুকের চরিত্র, গম্ভীর চরিত্র, খলনায়ক, নায়ক সমস্ত দিক থেকে বলিউডে দাপটে অভিনয় করে চলেছেন নওয়াজউদ্দিন। তবে মান্টো ছবিতে নিজেকেও ছাপিয়ে গেছেন তিনি। কানে সিনেমাটি প্রদর্শনের পর নওয়াজকে নিয়ে এমনটাই মত দিয়েছেন সিনেমাবোদ্ধারা।

সারা দুনিয়া মান্টোকে দেখে ফেললেও দেখতে পায়নি কেবল ভারতের জনগন। মান্টোকে দেখতে চাওয়ার প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। সেপ্টেম্বরের ২১ তারিখে সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। মান্টোতে গুরুত্বপূর্ণদের মধ্যে আরও অভিনয় করেছেন রসিকা দুগাল ও তিলোত্তমা সোম।

‘মান্টো’ ছবির ট্রেইলার প্রকাশিত হয়েছে তিনদিন আগে। এর ট্রেইলার প্রশ্ন তুলেছে একাধিক বিষয় নিয়ে। নন্দিতা দাসের এই ছবি সাদাকে সাদা কালোকে কালো হিসাবে দেখিয়েছে। উপমহাদেশের মানুষদেরকে বেশ কয়েকটি প্রাসঙ্গিক বিষয়ে প্রশ্ন রেখেছে ছবিটি।

সারাবাংলা/টিএস/পিএ

নন্দিতা দাস মান্টো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর