ট্রেইলার-গানে অনলাইন মাতাচ্ছে ‘বেপরোয়া’
১৪ আগস্ট ২০১৮ ১৯:১৪ | আপডেট: ১৪ আগস্ট ২০১৮ ১৯:২৭
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
ঈদুল আজহার মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘বেপরোয়া’। এখনো সেন্সর না পেলেও ঈদে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
সোমবার (১৩ আগস্ট) প্রকাশ পেয়েছে সিনেমা টাইটেল ট্র্যাক ‘বেপরোয়া’। ফাস্ট বিটের তালে ছবির নায়ক রোশান ভালোই তাল মিলিয়েছেন। ঈদের মতো উৎসবে এমন ধুম-ধারাক্কা গান দর্শকদের ভালোই আনন্দ দেয়ার কথা।
আরও পড়ুন : সেরা পার্শ্ব অভিনেতা ভিকি কুশল
‘বেপরোয়া’ গানটি প্রকাশের সপ্তাহখানেক আগে অনলাইনে প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেইলার। শুধু হাতে-পায়ে মারামারি নয়, নায়ক-খলনায়কের সংলাপের দারুণ দ্বন্দ্বে দর্শকদের মাত করে দেয়ার প্রত্যাশা চলচ্চিত্র সংশ্লিষ্টদের।
ঈদে মুক্তির তালিকায় এখন পর্যন্ত শুধু ‘জান্নাত’ সিনেমা সেন্সর সার্টিফিকেট পেয়েছে। ছবিটির ট্রেইলার-গান অনলাইনে প্রকাশ পেয়েছে আরও আগেই। জান্নাতের পর দর্শকদের সামনে এসেছে ‘বেপরোয়া’। ট্রেইলারের পর ছবির শিরোনাম গানও চলে এসেছে দর্শকদের ভালোলাগার তালিকায়।
আরও পড়ুন : কে কি বললো সেটা ভাবলে এখানে আসতে পারতাম না- শ্রীলেখা মিত্র
‘বেপরোয়া’ ছবিটির পরিচালক কলকাতার রাজা চন্দ। বিদেশের পরিচালক হলেও ছবিটিকে বিদেশি বলা যাচ্ছে না। কারণ অতিথি পরিচালক হয়ে ছবিটি পরিচালনা করেছেন তিনি।
গত বছর শুরু হয় সিনেমার শুটিং। বিদেশি কলাকুশলি থাকার কারণে বেশ কয়েকবার ঝামেলাতেও পড়েছিলেন সিনেমা সংশ্লিষ্টরা। অভিযোগ ছিল অনুমতি না নিয়েই দেশের সিনেমায় কাজ করেছেন কলকাতার শিল্পী ও কলাকুশলী। সেসব সমস্যা কাটিয়ে এখন ছবিটি সেন্সর বোর্ডে জমা পড়েছে। সংস্থাটি শিগগিরই জানাবে, ছবিটি সেন্সর পাবে কি না?
গানের লিংক : https://www.youtube.com/watch?v=zWkg_w3Wh4g
সারাবাংলা/পিএ/পিএম