টিভি পর্দায় কারাগারের রোজনামচা
১৪ আগস্ট ২০১৮ ১৪:১৭ | আপডেট: ১৪ আগস্ট ২০১৮ ১৪:২৭
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগ্রাম করেছেন এদেশের স্বাধীনতা অর্জনের জন্য। বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। জীবনের একটা লম্বা সময় কাটিয়েছেন কারাগারে।
ভাষা আন্দোলন থেকে ধাপে ধাপে স্বাধীনতা। স্বাধীকার আন্দোলনের এই পথ কতো যে বন্ধুর তা জানা যাবে কারাগারের রোজনামচা বই থেকে। সেই পথ বঙ্গবন্ধু কীভাবে অতিক্রম করেছেন, তাও পাওয়া যাবে এই বইতে।
আরও পড়ুন : এ যেন নিজেকেই ফিরে দেখা
এবার সেই বই থেকে পাঠের আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র। বঙ্গবন্ধুর শাহাদাত বাষির্কীকে সামনে রেখে নির্মিত হয়েছে এই অনুষ্ঠান।
অনুষ্ঠানে ‘কারাগারের রোজনামচা’ বই থেকে পাঠ করেছেন চট্টগ্রামের আবৃত্তি শিল্পী বিশ্বজিৎ পাল, লুবাবা ফেরদৌসী সায়কা, এহতেশামুল হক, হৈমন্তি শুক্লা ও নাজনীন হক।
কারাগারের রোজনামচা পাঠ অনুষ্ঠাটি প্রযোজনা করেছেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান শাখার প্রধান সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী। এর সার্বিক তত্ত্ববধানে ছিলেন কেন্দ্রের জেনারেল ম্যানেজার নুরুল আজম।
বুধবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র থেকে ৬টা ৪০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।
সারাবাংলা/পিএ/পিএম