Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শোক দিবসের নাটক ‘তখন পঁচাত্তর’


১৩ আগস্ট ২০১৮ ১৪:৫০ | আপডেট: ১৩ আগস্ট ২০১৮ ১৫:৪১

নাটক

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

চলছে শোকের মাস আগস্ট। এই মাসে স্বপরিবারে হত্যা করা হয় বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার প্রতি শ্রদ্ধা জানাতে আগস্ট মাস জুড়ে অনুষ্ঠিত হয় নানা আয়োজন।

টেলিভিশন চ্যানেলগুলোতে মহান নেতার জীবন নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি প্রচার করে খণ্ড নাটক। শোক দিবস (১৫ আগস্ট) সামনে রেখে এ সময়ের ব্যস্ত নির্মাতা আবু হায়াত মাহমুদ নির্মাণ করেছেন ‘তখন পঁচাত্তর’ নামের বিশেষ খণ্ডনাটক। এটি রচনা করেছেন সহিদ রাহমান।


আরও পড়ুন :  তারেক মাসুদ, রানওয়ে ও রুহুলের গল্প [ভিডিও স্টোরি]


পঁচাত্তর সালের ১৫ আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করার পর দেশে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তার নাম উচ্চারণ করা যেতো না। এমনকি বঙ্গবন্ধুর অবদানকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল একদল বিপথগামী মানুষ। সেই বিষয়টি তুলে ধরা হয়েছে নাটকের কাহিনীতে।

আবু হায়াত মাহমুদ নাটক সম্পর্কে সারাবাংলাকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগের রাতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর আগমন কেন্দ্র করে তখনকার ছাত্রদের কার্যক্রম এবং তাকে হত্যা করার পরবর্তী সময়ের ঘটনা নিয়ে এই নাটকরে গল্প।’

নাটকটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, শ্যামল মাওলা, ঊর্মিলা শ্রাবন্তী কর, রমিজ রাজুসহ আরও অনেকে। আরটিভিতে বুধবার (১৫ আগস্ট)  রাত ৮টায় প্রচারিত হবে নাটকটি।

সারাবাংলা/আরএসও/পিএ

নাটক

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর