সমরজিৎ রায়ের ‘এ ঘোর শ্রাবণে’
১২ আগস্ট ২০১৮ ১৯:৪৩ | আপডেট: ১২ আগস্ট ২০১৮ ১৯:৪৪
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
আগামী ১৬ আগস্ট প্রকাশিত হতে যাচ্ছে বৃষ্টি নিয়ে সংগীতশিল্পী সমরজিৎ রায়ের রাগাশ্রয়ী গান ‘এ ঘোর শ্রাবণে’। গানটির কথা লিখেছেন জিকে দত্ত। সুর ও সংগীত পরিচালনা করেছেন সমরজিৎ নিজেই।
গানটির সবকাজ হয়েছে কোলকাতায়। তবে গানটির লিরিকাল ভিডিও প্রকাশ হবে জি-সিরিজের ব্যানারে। রাগাশ্রয়ী গান যারা পছন্দ করেন এই গানটি তাদের মনের খোরাক মেটাবে বলে আশা পোষণ করেছেন শিল্পী সমরজিৎ।
সমরজিৎ দীর্ঘ ১২ বছর উচ্চাঙ্গ সংগীতের শিক্ষক হিসেবে দিল্লির গান্ধর্ব মহাবিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং ২০১১ সালে তার প্রথম হিন্দী গানের অ্যালবাম ‘তেরা তসব্বুর’ ভারতের জিমা অ্যাওয়ার্ডে সেরা জনপ্রিয় অ্যালবাম হিসেবে মনোনয়ন পায়। এ পর্যন্ত বাংলা ও হিন্দী গান মিলিয়ে ভারত ও বাংলাদেশে সমরজিৎ-এর মোট ৮ টি অ্যালবাম প্রকাশ হয়েছে।
গানের পাশাপাশি সমরজিৎ ভারতের চন্ডীগড়ের প্রাচীন কলাকেন্দ্র থেকে তবলায়ও সঙ্গীত বিশারদ ডিগ্রী অর্জন করেন। ২০১৬ সালে বাংলাদেশে সেরা শিল্পী হিসেবে ‘লাক্স আরটিভি স্টার অ্যাওয়ার্ড’-এর সম্মান পান তিনি।
সারাবাংলা/পিএ