Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাহমিদার কণ্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে গান


১২ আগস্ট ২০১৮ ১৪:১৮

ফাহমিদা নবী

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

শোকের মাস আগস্ট। বিভিন্ন আয়োজন আর অংশগ্রহণের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর প্রয়াস নিয়েছেন অনেকেই। যেমন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী গানের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধুর প্রতি।

‘পিতার রক্তে রঞ্জিত এই বাংলাকে ভালোবাসি/ তাঁর রেখে যাওয়া এই বাংলার বুকে বারবার ফিরে আসি’। এমন কথার একটি গানে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা। গানের কথা লিখেছেন সুজন হাজং এবং সুর দিয়েছেন যাদু রিচিল। বৃহস্পতিবার (৯ আগস্ট) রাতে গানে কণ্ঠ দেন ফাহমিদা। গানের সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

গানটির প্রসঙ্গে ফাহমিদা বলেন, ‘গানের কথা ও সুরের মধ্যে এক ধরনের বৈচিত্রময় অনুভূতির প্রকাশ হয়েছে। জাতির জনকের জন্য সম্মান, অহংকার, বিষাদ, দেশপ্রেম, হাহাকার, প্রার্থনা এবং বিজয় এই সবগুলো অনুভূতি প্রকাশিত হয়েছে। গানটিতে কণ্ঠ দিতে পেরে আমি নিজেও সম্মানিত বোধ করছি।’

১৫ আগস্ট জাতির পিতার প্রয়াণ দিবসের জন্য তৈরি এ গানের মাধ্যমে তার প্রতি যথাযথ সম্মান দেখাতে পারলেই এ উদ্যোগের সার্থকতা বলে মনে করছেন গীতিকার সুজন হাজং। অন্যদিকে সুরকার যাদু রিচিল মনে করছেন গানটি আপামর বাঙালির মনের কথাই প্রকাশ করবে।

১২ আগস্ট গানটি প্রকাশ পাবে অনলাইনে। এছাড়াও বিভিন্ন টিভি চ্যানেলে গানটি প্রচারের কথা রয়েছে।

সারাবাংলা/পিএ/পিএম

ফাহমিদা নবী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর