Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিব্রত ‘পরিণত’ রণবীর


১১ আগস্ট ২০১৮ ১১:৫৪ | আপডেট: ১১ আগস্ট ২০১৮ ১১:৫৭

Ranveer Singh

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

রোমান্টিক ধাঁচের অভিনয়ে শাহরুখ খানের পর রণবীর সিং কেই ধরা হয় সবচেয়ে সম্ভবনাময়ী। এই বয়সেই যে পরিমাণ সফলতা পেয়েছেন তাতে অনেকেই ধরে নিচ্ছেন এই সিন্ধি যুবক হতে পারেন বলিউডের পরবর্তী কিং। ‘পদ্মাবত’ ছবির পর তো তার জনপ্রিয়তা বলতে গেলে আকাশ ছুঁয়েছে। যেখানেই যাচ্ছেন সেখানেই তাকে ঘিরে ধরছে সেলফি শিকারীরা। তাদের ভালবাসার অত্যাচারে হচ্ছেন অতিষ্ঠ!

দিন দুয়েক আগে একটি ফ্যাশন স্টোরের উদ্বোধন করেছেন রণবীর। সেখান থেকে বাইরে বের হতেই ভক্তরা জটলা পাকিয়ে ঘিরে ধরে তাকে। নায়কের সঙ্গে সেলফি তোলার আবদার সকলের। একটা সময় রণবীরের গায়ে পড়তে শুরু করে তার ভক্তরা। কিছু করতে না পেরে কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকেন এ তারকা। আর তার চোখেমুখে ফুটে ওঠে বিরক্তি।

তখন অবশ্য চমৎকার একটি কাজ করে রণবীর। ভীড়ের মধ্যে যেসব নারী হেনস্তার শিকার হচ্ছিলেন, তাদেরকে সামলানোর চেষ্টা করেন তিনি। সুযোগ সন্ধানীদের ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছিলেন। আগলে রেখে আগে নারী অনুরাগীদের সেলফির আবদার মেটান। পরে পুরষদের সঙ্গেও ছবি তোলেন রণবীর।

রণবীরের আচরণ বেশ শিশুসুলভ। অনেক সিনিয়র অভিনেতাই তাকে ‘ইম্যাচিউর’ বলে টিপ্পনী কাটেন। কিন্তু দরকারে যে এই নায়ক অনেক পরিণত হতে পারেন সেটার প্রমাণও তিনি দিয়ে রাখলেন।

সে যাই হোক, ভীড় থেকে নারী ভক্তদেরকে উদ্ধার করলেও সহসাই তাদের মন ভাঙবেন রণবীর। কারণ আসছে নভেম্বরেই বিয়ে করার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা। পাত্রী দীপিকা পাড়ুকন। সবকিছু ঠিক থাকলে ইটালিতে গাঁটছড়া বাঁধছেন দু’জনে।

https://www.instagram.com/p/BmPtEwghVpH/?utm_source=ig_embed&utm_campaign=embed_loading_state_control

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/পিএম

দীপিকা পাডুকন রণবীর সিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর