জেলোর খেলো প্রেম!
৯ আগস্ট ২০১৮ ১৭:১৬ | আপডেট: ৯ আগস্ট ২০১৮ ১৭:২৭
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
বয়সে ছোট এক যুবকের সঙ্গে প্রেম করছেন জেনিফার লোপেজ (জেলো)। যুবকের নাম অ্যালেক্স রদ্রিগেজ। রদ্রিগেজ আমেরিকার অনেক বড় বেসবল তারকা। তারপরও ভক্তরা তাদের সম্পর্ক নিয়ে খুব একটা খুশি না। হলিউডে জেলোর যেরকম প্রভাব, ভক্তরা চাচ্ছেন তেমন প্রভাবশালী কারো সঙ্গে প্রেম করুক এই পপস্টার। জেলো অবশ্য এসব নিয়ে খুব একটা ভাবছেন না। সেদিনও প্রেমিককে নিয়ে নিয়ে ঘুরে রেড়িয়েছেন ইতালীর অনেকগুলো শহর।
সবশেষ ইতালীর নেপলস শহরের পাশে কাপরি দ্বীপে দেখা গেছে জেনিফার লোপেজ ও রদ্রিগেজকে। সেখানেই বেশ কয়েকদিনের অবকাশে রয়েছেন এ জুটি। তুলছেন ছবি, করছেন আনন্দ। আর সেই সব ছবি ইনস্টাগ্রামে দিয়ে লোকজনকে পোড়াচ্ছেন ঈর্ষার আগুনে।
আরও পড়ুন : এবার ’কলুর বলদ ২’
জেলো সমুদ্রযাপনের যে কয়টি ছবি প্রকাশ করেছেন, তারমধ্যে সাদা বিকিনি পরা একটি ছবি বেশ পছন্দ করেছে সবাই। ছবিতে রদ্রিগেজের গায়ে হেলান দিয়ে ছিলেন লোপেজ। ছবিটি প্রসঙ্গে জেলো বলেছেন, ছবিটি প্রতিকী। রদ্রিগেজ এখন আমার জীবনের পরম নির্ভরতা। সেটা বোঝানোর জন্যই ছবিটি দেয়া।’
জেনিফার লোপেজ এখন পর্যন্ত তিনটি বিয়ে করেছেন। সবশেষ ছিলেন মার্ক অ্যান্থনির সঙ্গে, যে সংসারে তাদের দুটো সন্তানও রয়েছে। এছাড়া তার স্বীকৃত প্রেমিকের সংখ্যা আটের অধিক। যে তালিকায় কদিন আগে ঢুকেছে রদ্রিগেজের নাম। জেলোর সমালোচকরা বলছেন, রদ্রিগেজ নির্ভরতা হয়তো কদিন পরেই ফুরিয়ে যাবে। লোপেজের পাশে হাটতে দেখা যাবে অন্য কোন যুবককে।
এসব টিপ্পনী বেশ ভালোভাবেই হজম করতে পারেন জেনিফার লোপেজ। এবারও কান দিচ্ছেন না এসব ‘রসালো’ সমালোচনায়। যে কারণে রদ্রিগেজের সঙ্গে প্রেমের বেলায় হয়েছেন আগের চেয়েও বেশি খোলামেলা। সেদিন এক ঘরোয়া অনুষ্ঠানে সবার সামনেই জোলোর বাহু কামড়ে দিয়েছেন রদ্রিগেজ। উত্তরে লোপেজ দিয়েছেন মুচকি হাসি। এ ঘটনা থেকেই বোঝা নিজেদের সঙ্গ কতোটা উপভোগ করেছেন দুজনে।
সারাবাংলা/টিএস/পিএম