জয়ার পছন্দ জাহানারা ইমাম, চঞ্চলের হুমায়ূন ফরীদি
৯ আগস্ট ২০১৮ ১৩:৩৫ | আপডেট: ৯ আগস্ট ২০১৮ ১৩:৫৬
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
চঞ্চল চৌধুরীর প্রেমে পড়েছেন জয়া আহসান! তবে তা ক্যামেরার সামনে। অকপটে জানালেন চঞ্চল চৌধুরী। ‘দেবী’ সিনেমায় অভিনয় করতে গিয়েই ভালো করে কাছে আসার সুযোগ হয়েছে তাদের।
প্রযোজক-অভিনেতার রসায়ন কেমন ছিল? বলতে গিয়ে জয়া বলেন, ‘এর আগে অভিনেতা চঞ্চলকে অবশ্যই পছন্দ করতাম। ভালো লাগতো তার অভিনয়। তবে ‘মিসির আলি’ চরিত্রে তাকে অভিনয় করতে দেখে আমি সত্যি সত্যি চঞ্চলের প্রেমে পড়ে গিয়েছি।
আরও পড়ুন : আত্মহত্যা করেছিলেন সুপারম্যানের নায়িকা
অন্যদিকে অন্যদিকে চঞ্চল চৌধুরীও জানান, প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সৃষ্ট ‘রানু’ চরিত্রটি দুই বাংলায় এত সংবেদনশীলভাবে জয়া ছাড়া অন্য কোনো অভিনেত্রী সুবিচার করতে পারতেন না।
এসব কথা হয়েছে মাছরাঙা টেলিভিশনের একটি অনুষ্ঠানে। ঈদের জন্য নির্মিত ‘কেমিস্ট্রি’-তে দেখা যাবে তাদের। জয়া আহসান ও চঞ্চল চৌধুরীর আরও অনেক মজার কথা শুনেত দর্শকদের চোখ রাখতে হবে ঈদের ৪র্থ দিন, রাত ৮টায়, মাছরাঙা টেলিভিশনে।
‘দেবী’ সিনেমা ছাড়াও জয়া-চঞ্চলের অভিনয়ের ইচ্ছা-আকাঙ্ক্ষার কথা উঠে এসেছে অনুষ্ঠানে। জয়া আহসান জানিয়েছেন, তাকে নিয়ে বায়োপিক নির্মিত হলে সেই ছবিতে জয়া নিজেই অভিনয় করতে চান। তবে অন্য কারো বায়োপিকে যদি অভিনয় করতে বলা হয়, সেক্ষেত্রে শহীদ জননী জাহানারা ইমামের চরিত্রে অভিনয় করার সাহস করতে চান জয়া।
এক্ষেত্রে চঞ্চল চৌধুরীর পছন্দ প্রয়াত অভিনেতা হুমায়ূন ফরীদি। ফরীদিকে নিয়ে চলচ্চিত্র নির্মিত হলে সেখানে অভিনয় করতেেআগ্রহি চঞ্চল।
সারাবাংলা/পিএ/পিএম