Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবর্তন আসছে অস্কারে


৯ আগস্ট ২০১৮ ১২:৫৩ | আপডেট: ৯ আগস্ট ২০১৮ ১৩:০৫

অস্কার

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার। চলতি বছরে অনুষ্ঠিত হয়ে গেছে এর নব্বইতম আসর। তবে বুধবার (৮ আগস্ট) এক ঘোষণায় অস্কারে কিছু পরিবর্তন আসার কথা জানিয়েছে অস্কারের আয়োজক কমিটি।

অ্যাকডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস তাদের অফিসিয়াল টুইটারে তিনটি বিষয়ে ঘোষণা দিয়েছে। সেখানে বলা হয়েছে, প্রথম- অস্কারে যুক্ত হতে যাচ্ছে নতুন একটি বিভাগ। দ্বিতীয়- ২০২০ সালের অস্কার অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি। তৃতীয়- অস্কার অনুষ্ঠানের ব্যাপ্তী কমিয়ে আনা হবে তিন ঘণ্টায়।


আরও পড়ুন :  প্রথম দেখায় ‘বেপরোয়া’


অস্কার পুরস্কার তালিকায় নতুন বিভাগটি হবে জনপ্রিয় সিনেমাকে কেন্দ্র করে। সেখানে অভিনয়শিল্পী, পরিচালক নাকি শুধু সিনেমাটি পুরস্কৃত হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি অ্যাকাডেমি।

সাধারণত ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে অনুষ্ঠিত হয় অস্কার অনুষ্ঠান। ২০১৯ সালে এটি অনুষ্ঠিত হবে ২৪ ফেব্রুয়ারি। আর ৯ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে ২০২০ সালের জন্য।

অস্কারের জনপ্রিয়তা বাড়ানোর জন্য নতুন করে ভাবছে অ্যাকাডেমি। চলতি বছর চার ঘণ্টার অস্কার অনুষ্ঠান দেখেছে ২৬.৫ মিলিয়ন দর্শক। এই সংখ্যা আরও বাড়াতে চায় আয়োজকরা। তাই অনুষ্ঠানের দৈর্ঘ্য চার ঘণ্টা থেকে কমিয়ে তিন ঘণ্টায় নিয়ে আসতে চায় কমিটি। অ্যাকাডেমির প্রেসিডেন্ট জন বেইলি এবং প্রধান নির্বাহী ডন হাডসন এ কথা জানিয়েছেন কমিটির সদস্যদের।

অ্যাকাডেমি থেকে এসব সিদ্ধান্ত জানানোর পর বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। সবার সঙ্গে কথা বলে চূড়ান্ত এবং বিস্তারিত সিদ্ধান্ত জানাবে অস্কার কমিটি।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ /পিএম

অস্কার অ্যাকডেমি অব মোশন পিকচার

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর