জোলিকে কড়া জবাব দিলেন পিট
৮ আগস্ট ২০১৮ ১৭:৩৪ | আপডেট: ৮ আগস্ট ২০১৮ ১৭:৫৯
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
দু’ বছর হলো আলাদা থাকছেন। এখনো বিচ্ছেদ নিয়ে কোন সিদ্ধান্তে আসতে পারছেন না ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। উল্টো তাদের মধ্যে যে ভালো সম্পর্কটা ছিল সেটিও এখন খারাপ হতে চলেছে। কারণ ঝুলে থাকা বিচ্ছেদ আবেদনের শুনানিতে এসে নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি শুরু করেছেন দুজনে।
আদালতকে জোলি বলেছেন, পিট যেন সন্তানদের ভরণপোষণে মনোযোগ দেন। এজন্য আদালতকে মাধ্যম করে পিটের সহায়তা চেয়েছিলেন জোলি। অভিযোগ করেছিলেন, পিট সন্তানদের ব্যাপারে উদাসীন আচরণ করছেন।
আরও পড়ুন : ব্রাড পিটের ‘সহায়তা’ চাইছেন জোলি
এই অভিযোগের জবাবে শুরুতে নিশ্চুপ ছিলেন পিট। সুযোগে আমেরিকান মিডিয়া তাকে একেবারে ধুয়ে দিচ্ছিল। পিটকে হলিউডের সবচেয়ে বাজে পিতা হিসেবেও বর্ণনা করছিল পত্রিকাগুলো। যেটি কোনভাবেই মানতে পারেননি ‘ফাইটক্লাব’ তারকা।
তাই আড়াল ভেঙ্গে পিট সামনে এসেছেন। জোলির অভিযোগের প্রেক্ষিতে দিয়েছেন কড়া জবাব। পিট বলেছেন, সন্তানদের ভরণপোষনের জন্য জোলিকে তিনি মিলিয়ন ডলার দিয়েছেন। এমনকি তাদের মধ্যে যে মৌখিক চুক্তি ছিল তার থেকেও অনেক বেশি টাকা তিনি সন্তানদের দিয়েছেন।
জোলির অভিযোগের প্রেক্ষিতে পিট বেশ অবাক হয়েছেন। কারণ যে পরিমাণ ‘সহায়তা’ তিনি সন্তানদের করে যাচ্ছেন সেটি বিশাল। পিট মনে করেন, এর জন্য জোলির কৃতজ্ঞ হওয়া উচিৎ। কিন্তু জোলি উল্টো আচরণ করাতেই অবাক হয়েছেন ‘সেভেন’ তারকা। এটিতে অন্যায় অভিযোগ বলছেন পিট।
আরও পড়ুন : কেন বিরক্ত প্রিয়াঙ্কা?
২০০৫ সালে কাছাকাছি আসেন ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। প্রেম করেছেন ছয় সাল থেকে। ২০১৪তে বিয়ে করার পর ২০১৬ সালে ভেঙ্গে যায় তাদের সম্পর্ক। বারো বছরেরও বেশি সময়ের সম্পর্কে নিজস্ব ও দত্তক মিলিয়ে ছয় সন্তান রয়েছে তাদের। যাদের সবাই থাকছেন মা জোলির সঙ্গে।
সারাবাংলা/টিএস/পিএ