Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেন বিরক্ত প্রিয়াঙ্কা?


৮ আগস্ট ২০১৮ ১৪:৪৪ | আপডেট: ৮ আগস্ট ২০১৮ ১৫:৪২

‘ক্রিশ-৪’ ছবিতে প্রিয়াংকা চোপড়া

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

প্রেমের ব্যাপারে প্রিয়াঙ্কা চোপড়ার কোন রাখঢাক নেই। প্রেমিক নিক জোনাসের সঙ্গে প্রেমের কথা অকপটে স্বীকার করেছেন। স্বীকার করাটাই বুঝি হিতে বিপরীত হলো তার জন্য। এরপর থেকে পাপারাজ্জিদের ক্যামেরা পিছু ছাড়ছে না তাদের। যেখানেই যাচ্ছেন সেখানেই পাপারাজ্জিরা ছায়াসঙ্গী। যে কারণে প্রিয়াংকা হাঁপিয়ে উঠেছেন। বিষয়টি সহ্যের সীমা অতিক্রম করে ফেলেছে বলে মনে করছেন তিনি। তাই তিনি মুখ খুলেছেন এ বিষয়ে।

বিজ্ঞাপন

সিঙ্গাপুরে নিক জোনাসের কনসার্ট থেকে দিল্লিতে ফিরেছেন প্রিয়াঙ্কা। সেখানে একটি অনুষ্ঠানে নিক জোনাসের সঙ্গে বাগদান প্রসঙ্গে প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তরে প্রিয়াঙ্কা ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমার ব্যক্তিগত জীবনের সবকিছু সাধারন মানুষের জন্য নয়। নব্বই শতাংশ আপনারা জানতেই পারেন। বাকি দশ শতাংশ আমার নিজস্ব। আমি একজন নারী এবং আমার সেই অধিকার আছে।’


আরও পড়ুন :  ব্রাড পিটের ‘সহায়তা’ চাইছেন জোলি


নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এরকম নাক গলানোকে বিরক্তির চোখে দেখছেন প্রিয়াঙ্কা। তার কাছে এসব খবর ভিত্তিহীন। তিনি আরও বলেন, ‘মাঝে মাঝে আমার খুব বিরক্ত লাগে। তবুও আমি নিজেকে সামলে রাখি। মনে করি, যা হচ্ছে হোক। আজ যেটা খবর, কাল সেটার হয়তো ভিত্তিই থাকবে না।’

এদিকে সিঙ্গাপুর থেকে দিল্লির এয়ারপোর্টে নামার পরপরই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়া একটি ভিডিও-তে দেখা যায় বাগদানের আংটি খুলে জিন্স প্যান্টের পকেটে লুকাচ্ছেন প্রিয়াঙ্কা।

https://www.instagram.com/p/BmJBTV8DROO/?utm_source=ig_embed&utm_campaign=embed_loading_state_control

কিছুদিন আগে লন্ডনে নিক জোনসের সঙ্গে বাগদান সম্পন্ন হয় প্রিয়াঙ্কার। এ কারণে সালমান খানের বিপরীতে ‘ভারত’ ছবি থেকে নিজেকে সরিয়ে নেন প্রিয়াঙ্কা। যদিও শোনা গেছে প্রিয়াঙ্কা ক্রিস প্যাটের সঙ্গে ‘কাউবয় নিনজা ভাইকিং’ ছবিতে অভিনয় করতে চলেছেন। কেউ কেউ মনে করছেন হলিউড ছবিতে অভিনয় করার জন্যই তিনি বলিউডের ছবি থেকে সরে দাঁড়িয়েছেন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন আগে সিঙ্গাপুরে নিকের কনসার্টে নিক ও প্রিয়াঙ্কার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছিল। প্রিয়াঙ্কার মায়ের সঙ্গে দেখা হওয়ার এক মাসের মাথায় আমেরিকান গায়ক নিক জোনাস, লন্ডনে প্রিয়াঙ্কার জন্মদিনে তাকে বিয়ের প্রস্তাব দেন।

সারাবাংলা/আরএসও/পিএ/পিএম

পাপারাজ্জি প্রিয়াঙ্কা চোপড়া

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর