Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাকিব-সায়ন্তিকার রসায়ন প্রথমবার


৮ আগস্ট ২০১৮ ১৩:০২ | আপডেট: ৮ আগস্ট ২০১৮ ১৩:৪২

শাকিব খান

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

ঈদুল আজহায় ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ‘নাকাব’ ছবিটি। এতে অভিনয় করেছেন দুই বাংলার সুপারস্টার শাকিব খান। ছবিটির প্রচারণা উপলক্ষে এর আগে ট্রেলার প্রকাশ করেছিল নির্মাতা প্রতিষ্ঠান। প্রকাশিত হয়েছিল দুটি গানও। এরই ধারাবাহিকতায় বুধবার (৮ আগস্ট) আরও একটি গান প্রকাশ পেয়েছে অন্তর্জালে। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির শিরোনাম ‘হয়ে আয়’।

বিজ্ঞাপন

‘হয়ে আয়’ গানটিতে কণ্ঠ দিয়েছেন শান। প্রসেনের কথায় গানটির সংগীত আয়োজন করেছেন দেব সেন। গানটিতে শাকিবের সঙ্গে অভিনয় করেছেন সায়ন্তিকা ব্যানার্জি। প্রকাশের একঘণ্টার মধ্যেই এক লাখের কাছাকাছি দর্শক দেখে ফেলেছে গানটি। মন্তব্য বাক্সে এদের বেশির ভাগই শাকিব ও সায়ন্তিকার অভিনয়ের প্রশংসা করেছে।

নাকাব এসভিএফের ব্যানারে শাকিবের প্রথম সিনেমা। ভারত থেকে মুক্তি পাওয়া সিনেমা হিসেবে তৃতীয়। ছবিটি পরিচালনা করেছেন রাজিব কুমার।


আরও পড়ুন :  লোকার্নোতে পুরস্কৃত দেশের সিনেমা


‘নাকাব’ ছবিতে শাকিব দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। একটি চরিত্রে তিনি শহুরে যুবক, অন্য চরিত্রে অতিপ্রাকৃত মানুষ। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ও সায়ন্তিকা।

এদিকে, ‘নাকাব’ ছাড়াও কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব অভিনীত আরও একটি সিনেমা, ওয়াজেদ আলী সুমনের ‘ক্যাপ্টেন খান’।

সারাবাংলা/টিএস/পিএ/পিএম

কলকাতা নাকাব নুসরাত জাহান শাকিব খান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস সায়ন্তিকা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর