প্রেমের বয়স নেই শাকিবের, ‘শাহেনশাহ’-তে গল্পের চমক
৬ আগস্ট ২০১৮ ১৪:০০ | আপডেট: ৬ আগস্ট ২০১৮ ১৪:৪৭
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
নতুন ছবি নির্মাণের ঘোষণা দিয়েছে শাপলা মিডিয়া। বরাবরের মতো তাদের এই ছবিতেও শাকিব খান থাকছেন নায়ক হিসেবে। তবে নায়িকা হিসেবে যারা ভাবছেন বুবলির নাম, তারা ভুল করছেন। প্রথমবারের মতো শাপলা মিডিয়ার ঘরে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। ছবির নাম ‘শাহেনশাহ’। এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো জুটি হচ্ছেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। ছবিটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনি। গতকাল রোববার (৫ আগস্ট) সন্ধ্যায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবং শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।
আরও পড়ুন : বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান অভিনয় শিল্পী সংঘ’র
চুক্তি স্বাক্ষর নিয়ে সেলিম খান সারাবাংলাকে বলেন, ‘ছবির চুক্তি স্বাক্ষর হয়ে গেছে। ঈদুল আজহার পর শুটিং শুরু হবে। মনোরম লোকেশনে ছবির শুটিং করা হবে। এখন প্রি-প্রোডাকশনের কাজ চলছে।’
‘শাহনেশাহ’ ছবির কাহিনীতে চমক থাকছে বলে জানান তিনি। এটি প্রেমের নাকি অ্যাকশন ঘরানার সিনেমা হবে? জানতে চাইলে তিনি বলেন, ‘শাকিব খানের এখন প্রেম করার বয়স নেই। এখন কাহিনীর ভেতর চমক রাখতে হবে। ‘শাহেনশাহ’ ছবিতে তেমন চমক রাখার চেষ্টা করেছি। সেগুলো এখনই বলতে চাইছি না।’
এদিকে ছবিতে চুক্তি হওয়ার বিষয়টি নিয়ে নুসরাত ফারিয়া সারাবাংলাকে বলেন, ‘গতকাল আমি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। শাকিব খানের বিপরীতে অভিনয় করব। আশাকরছি সুপারস্টারের সঙ্গে আমার জুটি দর্শক পছন্দ করবে।’
আরও পড়ুন : ডালাসে বাংলা চলচ্চিত্র উৎসব
জাজ মাল্টিমিডিয়ার বাইরে ‘শাহেনশাহ’ হবে নুসরাত ফারিয়ার দ্বিতীয় ছবি। কারণ এর আগে কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে তার ‘ডি ফর ড্যান্স’ ছবিতে অভিনয় করার কথা জানা গেছে। সেই ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ।
সারাবাংলা/আরএসও/পিএ/পিএম
ঢালিউড নুসরাত ফারিয়া শাকিব খান শাপলা মিডিয়া শাহেনশাহ সেলিম খান