Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বারোটা বেজে গেল শাকিব খানের


৩ আগস্ট ২০১৮ ১৯:৫৬

শাকিব খান

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বড় পর্দার সুপারস্টার শাকিব খান। দেশে তো অবশ্যই, কলকাতাতেও জনপ্রিয় হয়ে গেছেন তিনি। আর এমন নায়কের বারোটা বেজে গেল? হ্যাঁ, তাইতো বলছেন তিনি নিজেই।

শাকিব খান বলছেন, মুড ধরে সেলফিস/কেন হাতছানি তুই দিস/ছুঁতে গেলেই ছ্যাঁকা/তখন বাজে বারোটা, আমার বাজে বারোটা।

তবে এই কথাগুলো তিনি বলেছেন সুরে সুরে, অর্থাৎ গানে। নায়িকা নুসরাতকে এই কথাগুলো বলে কিছু একটা বোঝাতে চাইছেন শাকিব। তবে সেটা কি বোঝাতে চাইছেন জানা যাবে সিনেমা মুক্তির পর।

শুক্রবার (৩ আগস্ট) অনলাইনে প্রকাশ পেয়েছে ‘তখন বাজে বারোটা’ শিরোনামের গান। এটি থাকবে শাকিব খানের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘নাকাব’-এ। এতে শাকিব খানের খানের সঙ্গে আরও দেখা যাবে কলকাতার নুসরাত জাহান ও সায়ন্তিকাকে। আসছে ঈদুল আজহায় ছবিটি কলকাতায় মুক্তি পাবে।

শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় ‘নাকাব’ ছবিটি পরিচালনা করেছেন রাজীব কুমার। সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবির পোস্টার ও ট্রেইলার। ছবিতে শাকিব একজন প্যারানরমাল যুবকের চরিত্রে অভিনয় করছেন। যার রয়েছে মৃতদের সঙ্গে কথা বলতে পারার বিশেষ ক্ষমতা।

সারাবাংলা/পিএ

কলকাতা নাকাব নুসরাত জাহান শাকিব খান

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর