দুই দিনের রবীন্দ্র স্মরণানুষ্ঠান
২ আগস্ট ২০১৮ ১৭:৫২ | আপডেট: ২ আগস্ট ২০১৮ ১৮:১৫
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
৭৭তম রবীন্দ্র প্রয়াণবার্ষিকী উপলক্ষে দুই দিনের রবীন্দ্র স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। ৩ আগস্ট শুক্রবার সন্ধ্য ছয়টায় শুরু হবে অনুষ্ঠান। চলবে ৪ আগস্ট পর্যন্ত। শাহবাগস্থ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে দুই দিনের এ অনুষ্ঠানমালার স্লোগান ‘অহংকার চূর্ণ করো/প্রেমে মন পূর্ণ করো’।
আয়োজনে সংস্থার ৮০ জন শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম, প্রকৃতি, পূজাসহ বিভিন্ন পর্যায়ের গান পরিবেশন করবেন। সংস্থার শিল্পীদের পাশাপাশি বেশ গান পরিবেশন করবেন কয়েকজন বরেণ্য শিল্পী।
আরও পড়ুন : নিরাপদ সড়কের দাবিতে সড়কে অভিনয়শিল্পীরা
সংস্থার সভাপতি তপন মাহমুদ বলেন, ‘প্রতিবারের মতো এবারও থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের বৈচিত্র্যময় গানের সব আয়োজন। উদ্বোধনী সন্ধ্যার শুভ সূচনা হবে ‘সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা’ ও ‘আগুণের পরশমণি’ পর পর দুইটি কোরাস গানের মধ্য দিয়ে। এর পর শুরু হবে একক ও দ্বৈত সংগীত।
সারাবাংলা/পিএ