Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপদ সড়কের দাবিতে সড়কে অভিনয়শিল্পীরা


২ আগস্ট ২০১৮ ১৪:১০ | আপডেট: ২ আগস্ট ২০১৮ ১৪:৩২

শিল্পী

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুতে সৃষ্ট আন্দোলনের আজ পঞ্চম দিন। আজ (২ আগস্ট) তাতে সমর্থন জানাতে রাজপথে নেমেছেন অভিনয়শিল্পী, পরিচালক ও কলাকুশলীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উত্তরার মাসকট প্লাজার সামনের রাস্তায় নেমে আন্দোলনের সাথে সংহতি জানান তারা।

সেই প্রতিবাদি দলে ছিলেন পরিচালক চয়নিকা চৌধুরী, সাজ্জাদ সুমন, সকাল আহমেদ, সাগর জাহান, অভিনয়শিল্পী নাদিয়া, অর্ষা, মুনিরা মিঠু, রওনক হাসান, লুৎফর রহমান জর্জসহ অনেকে। এসময় তারা রাস্তায় বসে অন্যান্য আন্দোলনকারীদের সঙ্গে শ্লোগান দেন।

২৯ জুলাই দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর পর থেকেই রাজপথে অবস্থান করছে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন অভিনয় জগতের মানুষেরাও। আন্দোলনের তৃতীয় দিন থেকে রাজপথে আছেন বিনোদন দুনিয়ার অনেকেই।

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছবি এবং লেখা শেয়ার করে আন্দোলনের সঙ্গে সহমত প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় অনেক তারকা।

আরও পড়ুন: সঙ্গে আছেন তারকারাও

সারাবাংলা/পিএ/পিএম

আন্দোলন তারকা রাজপথ শিল্পী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর