শাফিনের জবাবে হামিনের ৫ ব্যাখ্যা
২৭ ডিসেম্বর ২০১৭ ১৪:৩৮ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৭:০৪
স্টাফ করেসপনডেন্ট
দোদুল্যমান অবস্থায় আছে ব্যান্ড মাইলস। একদিকে শাফিন আহমেদ ব্যান্ড মাইলসকে ‘মাইলস ব্যান্ড লি.’ দাবি করে আলাদা হয়ে গেছেন, অন্যদিকে হামিন-মানামসহ বাকিরা তাকে অস্বীকার করছেন। এ দ্বন্দ্বের রেশ ধরে ২০ ডিসেম্বর সংবাদ সম্মেলন করেন শাফিন আহমেদ। সেখানে তিনি ‘মাইলস শাফিনের’ দাবির পক্ষে নিজের যুক্তিসমূহ তুলে ধরেন।
এবার ‘মাইলস’-এর পক্ষ থেকে জবাব দিলেন হামিন আহমেদ। শাফিনের যাবতীয় দাবি এবং অভিযোগের জবাব হিসেবে পাঁচটি ব্যাখ্যা দিয়েছেন হামিন।
তিনি বলছেন-
‘প্রথমত, ‘মাইলস’ কখনই ‘মাইলস ব্যান্ড লি.’ নয়। ৩৮ বছর ধরে মাইলস তার উপস্থিতি দিয়ে দেশ-বিদেশের মানুষের কাছে পরিচিত। অন্যদিকে ‘মাইলস ব্যান্ড লি.’ বাংলাদেশের মিউজিকে নতুন এন্ট্রি। এর নাম আগে কেউ শোনেনি।’
দ্বিতীয় ব্যাখ্যায় হামিন বলছেন-
‘মাইলস ১৯৯৩ সাল থেকে হামিন আহমেদের নামে নিবন্ধনকৃত। অথচ মাত্র এক মাস আগে নিবন্ধিত হয়েছে ‘মাইলস ব্যান্ড লি.।’ সুতরাং মাইলস কখনই ‘মাইলস ব্যান্ড লি.’ এর অংশ নয়। এটি একটি প্রতারণামূলক এবং সুযোগসন্ধানী দাবি।’
তৃতীয় ব্যাখ্যায় হামিন আহমেদ উল্লেখ করছেন- শাফিন আহমেদ মাইলসের প্রতিষ্ঠাকালীন সদস্য নন। ব্যান্ডের তৃতীয় লাইনআপে শাফিনকে নেওয়া হয়। বলছেন-
‘প্রথম লাইনআপে ছিলো ফরিদ, কামাল, ল্যারি, মুসা, ইশতিয়াক, রবিন ও হ্যাপি। দ্বিতীয় লাইনআপে ফরিদ, কামাল, মুসা, ইশতিয়াক, রবিন, হ্যাপি ও হামিন। তৃতীয়বারে এসে যোগ দিয়েছে শাফিন। চতুর্থ লাইনআপে আসে মানাম।’
এছাড়াও হামিন উল্লেখ করেন শাফিনের পাঁচ বছর লন্ডন প্রবাসের ঘটনা। ওই পাঁচ বছরে শাফিনকে ছাড়া ব্যান্ড মাইলস প্রায় শ’খানেক কনসার্ট করেছে।
চতুর্থ ব্যাখ্য়ায় শাফিনের বক্তব্যের উদ্বৃতি দিয়ে হামিন বলেন-
‘অধিকাংশ গান আমার- শাফিনের এ দাবিটি মিথ্যা। মাইলসে শাফিনের গাওয়া গান রয়েছে মাত্র ৩০টি।’
কিছু জনপ্রিয় গানের নাম উল্লেখ করে হামিন দিচ্ছেন তার পঞ্চম ব্যাখ্যা-
‘চাঁদ তারা, ধিকিধিকি, ফিরিয়ে দাও, জ্বালা জ্বালা, পিয়াসি মন, ভুলবোনা তোমাকে-সহ মাইলসের অনেক জনপ্রিয় গানের সুর-সংগীত হামিন আহমেদের। আজ শাফিন আহমেদের যতো অর্জন, তা এই গানগুলোর জন্যই!’
বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ব্যাখ্যা দেন হামিন আহমেদ।
সারাবাংলা/কেবিএন/পিএ