নিলয়ের প্রেমিকা শেহতাজ
৩১ জুলাই ২০১৮ ১৬:১৭ | আপডেট: ৩১ জুলাই ২০১৮ ১৬:২৪
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
নিলয় ও শেহতাজ আগেও জুটি বেঁধে অভিনয় করেছেন। বেশ কয়েকটি নাটকে দেখা গেছে এই দুজনকে। এবার তারা অভিনয় করলেন একটি মিউজিক ভিডিওতে। কণ্ঠশিল্পী মিলন এর ‘তুমি শুধু আমার’ শিরোনামের একটি গানে যুগল হয়েছেন দুজন। গানটি প্রকাশিত হয়েছে ইউটিউবে।
লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিত গানটির কথা লিখেছেন সজিব শাহরিয়ার। মিলনের সুরে গানটির মিউজিক কম্পোজ করেছেন এমএমপি রনি। রোমান্টিক ঘরানার মেলোডি এই গানটি ব্যবহৃত হয়েছে ‘ভালো আছি ভালো থেকো’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও। মোহন আহমেদের পরিচালনায় ছবিটিতেও অভিনয় করেছেন নিলয় ও শেহতাজ।
আরও পড়ুন : টিভিতে নায়করাজের বায়োপিক
নিজের গাওয়া গান প্রসঙ্গে মিলন বলেন, ‘গানটি দরদ দিয়ে গাওয়ার চেষ্টা করেছি। শ্রোতারা কিভাবে নিবে জানি না। আশা করছি হতাশ হবো না। মিউজিক ভিডিওটি ভালো হয়েছে। নিলয় ও শেহতাজ বেশ ভালো ভাবে ফুটিয়ে তুলেছেন গানটিকে।’ মিউজিক ভিডিওটিকে সুন্দর বলেছেন নিলয় ও শেহতাজও।
আসছে ঈদে একাধিক ব্যানারে মিলনের বেশ ক’টি গান রিলিজ হওয়ার কথা রয়েছে। আসছে অ্যালবামও। তবে আপাতত সিঙ্গেল নিয়ে মনোযোগী হচ্ছেন এই গায়ক।
সারাবাংলা/টিএস/এএসজি