মহা সমারোহে জায়েদ খানের জন্মদিন
৩১ জুলাই ২০১৮ ১২:২৬ | আপডেট: ৩১ জুলাই ২০১৮ ১৩:৪৮
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
সোমবার সন্ধ্যা। এফডিসি প্রাঙ্গন। উৎসব মুখর পরিবেশ। চারদিকে সাজ সাজ রব। লাল-নীল বাতিতে আলোকিত পুরো এফডিসি। এত আয়োজনের কারণ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান-এর জন্মদিন।
জন্মদিন উপলক্ষে গতকাল (৩০ জুলাই) বিকাল থেকে উৎসবমুখর হয়েছিল এফডিসি। আমন্ত্রণ জানানো হয় প্রায় পাঁচশো অতিথিকে। চলচ্চিত্রাঙ্গনে জায়েদের সহকর্মী ও চলচ্চিত্রের সঙ্গে সংশিষ্ট বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন জায়েদ খানের এই আয়োজনে।
আরও পড়ুন : জ্যাম ছবিতে শুভকে নিয়ে ধোঁয়াশা
শিল্পী সমিতির সামনের বাগানে কেক কাটার জন্য তৈরি করা হয় মঞ্চ। কাউন্ট ডাউন করে কেক কাটেন জায়েদ খান। এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা ফারুক, অভিনেতা জাভেদ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, পরিচালক মোহাম্মদ হোসেন জেমি, অভিনেত্রী সুচন্দা, অভিনেতা হেলাল খান, চিত্রনায়ক সাইমন সাদিকসহ আরও অনেকে।
মিশা সওদাগর ও সাইমন সাদিক পুরো আয়োজনের তত্ত্বাবধায়ন করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন পরিচালক মোহাম্মদ হোসেন জেমি। চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতারা শুভেচ্ছা জানাতে আসেন জায়েদ খানকে। প্রথম পর্বে কেক কাটা ও শুভেচ্ছা গ্রহণের পর সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।
ছবি: আশীষ সেনগুপ্ত
সারাবাংলা/আরএসও/পিএ/পিএম