রুনা লায়লার হাতে ‘ফিরোজা বেগম স্মৃতি পদক’
৩০ জুলাই ২০১৮ ১৬:২৬ | আপডেট: ৩০ জুলাই ২০১৮ ১৬:৩৬
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার’ পেলেন উপমহাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা। সোমবার (৩০ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হয় এই পুরস্কার প্রদান অনুষ্ঠান। এতে রুনা লায়লার হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবর্তিত ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার’ ২০১৬ সালে থেকে দেয়া হচ্ছে। ফিরোজা বেগম মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড তৃতীয়বারের মতো এই আয়োজন করলো।
ট্রাস্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের বি.এ সম্মান পরীক্ষায় এবার সর্বোচ্চ সিজিএ পাওয়া শিক্ষার্থীকে দেয়া হবে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’। এবছর সংগীত বিভাগের বি.এ সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিএ পেয়েছে উর্মি। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই স্বর্ণপদক দেয়া হবে।
পদক প্রদান অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে ফিরোজা বেগম মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন সভাপতিত্ব করেন।
শিল্পী ফিরোজা বেগমের সহোদর ও এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব এম আনিস উদ দৌলা তার বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগের ভূয়সী প্রসংসা করেন। এর আগে সাবিনা ইয়াসমিন (২০১৬) ও রেজওয়ানা চৌধুরী বন্যা (২০১৭) ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার’ পেয়েছেন।
ছবি: আশীষ সেনগুপ্ত
সারাবাংলা/পিএ/পিএম
ঢাকা বিশ্ববিদ্যারয় ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার রুনা লায়লা সিনেট ভবন