Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইমন-মাহিকে নিয়ে মানিকের প্রথম ঈদ


২৯ জুলাই ২০১৮ ১৩:৫৯ | আপডেট: ২৯ জুলাই ২০১৮ ১৪:৫০

মানিক সাইমন মাহি

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

এখন পর্যন্ত সিনেমা বানিয়েছেন সাতটি, এর একটিও ঈদের বাজারে মুক্তি দেননি মোস্তাফিজুর রহমান মানিক। ছবি মুক্তি দেয়ার জন্য দুই ঈদের মধ্যবর্তী সময়টা তার পছন্দ। ‘জান্নাত’ ছবির জন্যও নাকি সেরকমই ভেবে রেখেছিলেন তিনি। তবে ছবিটির নায়ক, নায়িকা ও প্রযোজকের অনুরোধে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে মানিককে। তাই আসছে ঈদ উৎসবে মুক্তি পাচ্ছে তার নির্মিত ‘জান্নাত’ ছবি।

বিজ্ঞাপন

‘জান্নাত’ ছবিটির ঈদে মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন মানিক। শনিবার (২৮ জুলাই) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এর আগে আমার পরিচালিত কোন সিনেমাই ঈদে মুক্তি পায়নি। এবার পেতে যাচ্ছে। কারণ ছবিটি সংশ্লিষ্ট সবাই চাইছে ঈদের বাজারে ভালো একটা সিনেমা আসুক। আমরা চেষ্টা করেছি ভালো একটা সিনেমা নির্মাণ করতে। ভালো গল্প, ভালো অভিনয়, ভালো গান, সবমিলিয়ে ছবিটি নিয়ে আমি আশাবাদী। আশা করছি এই ছবিটির মাধ্যমে দর্শকের ঈদ আনন্দ এবার দ্বিগুন হবে।’

শেষ কয়েকবছর ধরে চলামান জঙ্গী সমস্যাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে ‘জান্নাত’ ছবিতে। ছবিটির গল্প লিখেছেন সাংবাদিক সুদীপ্ত সাঈদ খান। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। এতে অভিনয় করেছেন, সাইমন সাদিক, মাহিয়া মাহি, আলীরাজ, মিশা সওদাগর, কাজী মারুফ। এটি সাইমন-মাহি জুটির দ্বিতীয় সিনেমা। এরআগে ‘পোড়ামন’ ছবিতে দেখা গিয়েছিল এই জুটিকে।

‘জান্নাত’ ছবির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, চিত্রনায়িকা শাবনুর, প্রদর্শক সমিতির উপদেষ্টা মিঞা আলাউদ্দিন, কোনালসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট আরও অনেকে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ‘জান্নাত’ ছবিটি নিয়ে আশাবাদ প্রকাশ করেন মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, ‘মানিককে আমি ছাত্রজীবন থেকেই চিনি। সে আমাদের সমিতির সর্বকনিষ্ঠ একজন সদস্য ছিল। আমার বিশ্বাস ‘জান্নাত’ সিনেমাটি দর্শকদের জন্য ভালো একটি উপহার হবে।’

এরপরই কথা বলেন ছবিটির পরিচালক মানিক। তিনি বলেন, ‘জান্নাত প্রেক্ষাগৃহে চলুক আর নাই চলুক, সিনেমাটি আমার জন্য দারুণ একটি স্মৃতি হয়ে থাকবে। কারণ এই ছবির গল্প আমার পছন্দ হয়েছে, মনে হয়েছে এই প্রথম দেশের জন্য কিছু একটা করতে পারলাম। সাইমন ও মাহি এখানে দুর্দান্ত অভিনয় করেছেন। দুজনেই আমাকে সহযোগিতা করার আপ্রাণ চেষ্টা করেছেন। আশা করছি ‘জান্নাত’ তাদের দু’জনের অন্যতম সেরা সিনেমা হতে যাচ্ছে।’

প্রথমবার ঈদের মতো বড় উৎসবে সিনেমা মুক্তি পেতে যাচ্ছে সাইমন সাদিকের। এ নিয়ে উচ্ছ্বসিত এ নায়ক। তিনি বলেন, ‘দেশের সবচেয়ে বড় উৎসব ঈদ। এই প্রথম আমার সিনেমা ঈদে মুক্তি পাচ্ছে। সেজন্য আমি অনেক বেশি আনন্দিত। সিনেমাটি দেখে দর্শক আনন্দ পাবেন, আবার দেশের জন্য কাজ করতে উৎসাহিতও হবেন।’

মাহিয়া মাহির আনন্দ অবশ্য অন্য জায়গায়। এই প্রথম তার কোন সিনেমা দেখার জন্য অধীর হয়ে অপেক্ষা করছে তার শশুড়বাড়ির লোকজন। মাহি বলেন, ‘জান্নাত এমন একটি সিনেমা যেটি, যেটি দেখতে আমার শ্বশুর বাড়ির সবাই অপেক্ষা করছে। এটা আমার জন্য খুবই আনন্দের। আশা করছি তারা ছবিটি দেখার পর আমাকে আরও আপন করে নেবে। সেই সঙ্গে সিনেমাটিও সুপারহিট হবে বলে আমার প্রত্যাশা।’

https://www.youtube.com/watch?v=qJCy9G6SDHs

ছবি: আশীষ সেনগুপ্ত

সারাবাংলা/টিএস/পিএ

জান্নাত মাহিয়া মাহি মোস্তাফিজুর রহমান মানিক সাইমন সাদিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর