Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেপ্টেম্বরে আসবে ‘মনমর্জিয়া’


২৮ জুলাই ২০১৮ ১২:২৯ | আপডেট: ২৮ জুলাই ২০১৮ ১২:৩২

তাপসী পান্নু ও ভিকি কৌশল

এন্টারটেইনমেন্ট ডেস্ক।।

ঠিক করা হয়েছিলো সেপ্টেম্বরের ১৪ তারিখে মুক্তি দেবেন ‘মনমর্জিয়া’। পরে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন ছবিটির পরিচালক অনুরাগ কাশ্যপ। জানানো হয়, সেপ্টেম্বরের ১৪ থেকে ২২ তারিখের মধ্যে যেকোন একদিন প্রেক্ষাগৃহে যাবে ছবিটি।

‘মনমর্জিয়া’ মূলত প্রেমের ছবি। এতে অভিনয় করছেন ভিকি কৌশল, তাপসী পান্নু ও অভিষেক বচ্চন। পুরো সিনেমার দৃশ্যধারণ করা হয়েছে পাঞ্জাবের অমৃতসর শহরে। ছবির গল্পটিও বলা হয়েছে এই শহরেরই তিন যুবক ও যুবতীর জীবন থেকে।

সিনেমার নায়িকা তাপসী পান্নু বলছেন, ‘মনমর্জিয়া তীব্র প্রেমের গল্প।’ আর ছবিটির বাকী অভিনয় শিল্পীদের মতে, ‘পুরো সিনেমাতেই মানবিক আবেগের নানামুখী জটিলতা নিয়ে খেলেছেন অনুরাগ। বলিউডের আর আট দশটা প্রেমের গল্পের মতো নয় এই ছবি। নিজস্বতা বজায় রেখেই মনমর্জিয়া নির্মাণ করেছেন অনুরাগ।’

প্রেক্ষাগৃহে আসার আগেই অবশ্য বিভিন্ন দেশ ভ্রমণে বের হবে ‘মনমর্জিয়া’। প্রথমেই কানাডার টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দেখবে ছবিটি। এরপর একে একে বিভিন্ন উৎসবে যোগ দেবে আনন্দ এল. রাই প্রযোজিত এই ছবি।

সারাবাংলা/টিএস/এএসজি

অনুরাগ কাশ্যপ অভিষেক বচ্চন তাপসী পান্নু ভিকি কৌশল মনমর্জিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর