Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারা যাকেরের নির্দেশনায় নাগরিক’র নতুন নাটক


২৬ জুলাই ২০১৮ ১৬:১৭

সারা যাকের

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

নোবেল বিজয়ী সাহিত্যিক, নাট্যকার ‘দারিও ফো’। তার স্ত্রী অভিনেত্রী ‘ফ্রাঙ্কা রামে’। এই দুজনে মিলে লিখেছেন ‘ওপেন কাপল’। আর সেই সাহিত্য রুপান্তর করে মঞ্চের জন্য প্রস্তুত করেছেন সারা যাকের। নাটকটি নির্দেশনাও দিয়েছেন তিনি। নাট্যসংগঠন ‘নাগরিক’ মঞ্চে আনছে নাটকটি। ২৭ জুলাই, সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে উদ্বোধনী মঞ্চায়ন হবে নাটকটি।

বিজ্ঞাপন

সারা যাকের প্রথমে বললেন নাটকটি রুপান্তার করার আগ্রহের কারণ। ‘দারিও ফো এবং তার স্ত্রীয়ের লেখা সঙ্কলন পড়ে প্রত্যেকটা নাটক মঞ্চায়ন করার মন চেয়েছে আমার। তাদের লেখা আরও পড়ার আগ্রহ বাড়ে। তারপর একদিন পেয়ে গেলাম ‘ওপেন কাপল’। ভীষণ কৌতুকের মধ্য দিয়ে দারুণ সাহসী উচ্চারণ। প্রথমে ভাবলাম, আগে রূপান্তর করি তারপর ভাবা যাবে মঞ্চায়নের কথা।’

এভাবে এগিয়ে গেল একটি ইতালির একটি সাহিত্য বাংলায় রুপান্তর এবং মঞ্চ নাটকের জন্য তা প্রস্তুত করার কাজ। ‘ওপেন কাপল’ কী ধরনের নাটক? বিষয়টি ভালো করে বুঝিয়ে বললেন সারা।

‘বিবাহ বহির্ভূত সম্পর্ক অনেক কাল ধরে আমাদের সমাজ ব্যবস্থায় অনুচ্চারিত, কিন্তু বিরাজমান। এখন হয়তো তরুণ সমাজের ভেতরেও ‘ওপেন’ শব্দটা এসে পড়েছে। অতীতে হোক বা বর্তমানে- বিষয়টি কি সুন্দর সম্পর্ক তৈরীর ক্ষেত্রে কোন ইতিবাচক প্রভাব রাখে? এমন আরও কিছু বিষয় নিয়ে কিছু প্রশ্ন উঠে এসেছে এই নাটকে। এর উত্তরও পাওয়া যাবে নাটকটি দেখলে।

নারী-পুরুষ সম্পর্কের চিরায়ত দিক নিয়ে সৈয়দ শামসুল হক- এর ‘ঈর্ষা’ নাটকের পর ‘ওপেন কাপল’ নাটকটি নাগরিকের দ্বিতীয় প্রয়াস। তবে নাটকটি হাস্যরসাত্বক। নির্দেশক আশা করছেন, বিষয়বস্তুর ভারটা হাসির মধ্য দিয়ে গ্রহণ যোগ্যতা তৈরি করবে। তবে বিষয়টি যেন লঘু না হয়ে যায় সে প্রচেষ্টা থাকবে এই প্রযোজনায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ

ওপেন কাপল নাগরিক মঞ্চ নাটক শিল্পকলা একাডেমি সারা যাকের

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর