Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগুন নিয়ে খেললেন সালমান খান


২৬ জুলাই ২০১৮ ১৩:২৮

সালমান

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বিগত কয়েক বছর ধরে ঈদ মানেই যেনো বলিউড ভাইজান সালমান খানের হুঙ্কার। বক্স অফিসের হিসেব নিকেশ পাল্টে যাওয়া। তাই আবারও ঈদকে সামনে রেখে নতুন ছবিতে অভিনয় শুরু করলেন তিনি। আলি আব্বাস জাফর পরিচালিত ছবিটির নাম ‘‌‌‌‌‌‌‌ভারত’।

ছবিটি পুরোদস্তুর অ্যাকশন ঘরানার না। ভারতের সত্তর বছরের সংস্কৃতি তুলে ধরা হবে এই ছবির মাধ্যমে। ষাটের দশকের শেষের দিকে  জনপ্রিয় মেঠো সার্কাসও রয়েছে ছবির বড় একটি অংশ জুড়ে। সেই সার্কাসের খিলাড়ি হিসেবে দেখা যেতে পারে সালমান খানকে।

এমনই আভাস পাওয়া গেলো আলি আব্বাস জাফরের ইন্সটাগ্রামে শেয়ার করা একটি ছবি থেকে। ছবিতে সালমান খানকে আগুনের রিঙয়ের মধ্যে খেলতে দেখা যাচ্ছে । সার্কাসের খিলাড়ি হিসেবে দেখা যাবে দিশা পাটানিকেও। এছাড়া ছবিতে সালমান খানের বিপরীতে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। এই ছবির মাধ্যমে প্রায় দশ বছর পর আবারও একসঙ্গে দেখা যাবে তাদের দু’জনকে। এর আগে তারা ‘মুঝছে শাদি কারোগে’ এবং ‘সালাম এ ইশক’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন।

ভারতীয় গণমাধ্যমকে পরিচালক জানিয়েছেন ‘ভারত’-এ সেই পুরনো সালমান খানকে দেখানো হবে। যেমনটি মানুষ তাকে দেখেছিল ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিতে।

এদিকে দশ বছর পর সালমান খানের বিপরীতে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন ভক্তরা। যদিও তাদের লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারন ২০১৯ এর ঈদুল ফিতরে মুক্তি পারে বহুপ্রতীক্ষিত ছবিটি।

সারাবাংলা/আরএসও/পিএ

সালমান খান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর