করণের সিনেমা থেকে বাদ ঈশান
২৬ জুলাই ২০১৮ ১২:৫৭ | আপডেট: ২৬ জুলাই ২০১৮ ১৩:০৩
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
সু-অভিনেতা হিসেবে আগেই নিজেকে প্রমাণ করেছেন। কাজ করেছেন মাজিদ মাজিদির মতো কিংবদন্তী পরিচালকের সিনেমায়। ‘বিয়ন্ড দ্য ক্লাউড’ ছবির পর সবশেষ মুক্তি পাওয়া ‘ধড়ক’ সিনেমাতেও ছিলো তার মুগ্ধ করার মতো অভিনয়। তবে অভিনয়ে নিজের জাত চেনানোর পরও নতুন একটি সিনেমার কাজ থেকে বাদ পড়লেন ঈশান খাত্তার।
ঈশান বাদ পড়েছেন বহুল আলোচিত সিনেমা ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ থেকে। সহ-অভিনেত্রী তারা সুতারিয়ার আপত্তির কারণেই ছবিটি থেকে ঈশানকে বাদ দিতে বাধ্য হন প্রযোজক করণ জোহর। বলিউডের গসিপ ম্যাগাজিনগুলো জানাচ্ছে, একসময় তারার প্রেমিক ছিলেন ঈশান। সেই সম্পর্কে ভাঙ্গনের পরই ঈশানের সঙ্গে শত্রুতা শুরু করেছেন এই নবগতা।
ঝামেলার সূত্রপাত অবশ্য ‘ধড়ক’ সিনেমার সেট থেকে। ছবিটিতে অভিনয়ের সময় জাহ্নবী কাপুরের সঙ্গে কিছুটা ঘনিষ্ট হয়ে পড়েন ঈশান। যেটি স্বাভাবিক ভাবে নিতে পারেননি তারা। সম্পর্কে অবনতি শুরু হয় তখন থেকেই।
এরপর ঝগড়া করতে করতে একটা সময় আলাদা হয়ে পড়েন দুজন। বন্ধুত্ব গড়ায় তিক্ততায়। ফলে ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার টু’ ছবিতে ঈশানের সঙ্গে অভিনয় করতে বেঁকে বসেন তারা। ফলে অভিনেত্রী নিলিমা আজিমের ছোট ছেলেকে বাদ দিতে বাধ্য হন ছবিটির প্রযোজক করণ জোহর।
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবিতে টাইগার শ্রফের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করছিলেন শহিদ কাপুরের ছোট ভাই ঈশান। বেশ কয়েকটা দৃশ্যে শুটও করেছিলেন ঈশান। ঈশান বাদ পড়ায় তার জায়গায় নতুন কাকে নেয়া হবে সেটি অবশ্য এখনো জানাননি করণ। আপাতত টাইগার শ্রফের দৃশ্যগুলো শুট করা হচ্ছে। তার সঙ্গে অভিনয় করছেন অনন্যা পান্ডে। ছবিটি পরিচালনা করছেন পুনিত মালহোত্রা।
সারাবাংলা/টিএস/পিএম