‘নিঃশব্দ ভালবাসার গল্প’
২৫ জুলাই ২০১৮ ১৮:৫৭ | আপডেট: ২৫ জুলাই ২০১৮ ১৯:১৩
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
নীল আর মৌ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একে অপরের প্রেমে পড়ে। তবে সেটা কেউ কাউকে জানায় না। এক পর্যায়ে নীল জানতে পারে সে রিউমেটিক আরথারাইটিস নামের এক বিরল রোগে আক্রান্ত। এই রোগের ফলে কোনও এক সময় তার পা অকেজো হয়ে যেতে পারে। ফলে নীল সরে আসে মৌয়ের জীবন থেকে।
কিন্তু মৌ ভুলতে পারে না নীলকে। সে অপেক্ষা করতে থাকে নীলের জন্য। ঘটনার এক বছর পর নীলের পায়ের অবস্থা আরও খারাপের দিকে যায়। কিন্তু তখনও মৌ অপেক্ষায় থাকে নীলের। এখন কী করবে নীল? ভালবেসে ঘর বাঁধবে মৌয়ের সাথে? নাকি নিজের প্রতি অভিমান থেকে দূরে সরে যাবে আরও?
এরকম একটি প্রেমের গল্প নিয়ে নাটক নির্মাণ করেছেন সুস্ময় সুমন। তানিন রহমান রচিত নাটকটির নাম ‘নিঃশব্দ ভালবাসার গল্প’।
নাটক প্রসঙ্গে সুস্ময় সুমন সারাবাংলাকে বলেন, ‘খুব চমৎকার একটা প্রেমের কিংবা দায়িত্বের গল্প। একজন ভালবাসার মানুষকে আমরা কিভাবে পেতে চাই বা পাওয়া উচিত, সেই অনুভূতিরই প্রকাশ ঘটেছে নাটকের গল্পে।’
নাটকটিতে অভিনয় করেছেন আবদুন নূর সজল, জাকিয়া বারী মম, আনন্দ খালেদ প্রমূখ। নয়েস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত নাটকটি প্রচারিত হবে আগামি শুক্রবার (২৭ জুলাই) জিটিভিতে, রাত নয়টায়। জিটিভিতে প্রচারের পর নাটকটি র্যাবিটহোলবিডি এন্টারটেইনমেন্ট চ্যানেলেও দেখা যাবে।
সারাবাংলা/আরএসও/টিএস/পিএম