Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসুস্থ মিতা হক হাসপাতালে ভর্তি


২৫ জুলাই ২০১৮ ১৬:৩৬

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

খ্যাতিমান রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল (২৪ জুলাই) শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি করা হয়।

ডেঙ্গু জ্বর ও নিউমোনিয়াজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। হাসপাতালে তাকে প্রথমে আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট)-তে রাখা হয়। আজ (২৫ জুলাই) আইসিইউ থেকে মিতা হককে কেবিনে আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রবীন্দ্রসংগীত শিল্পী তপন মাহমুদ।

তিনি আরও জানান, ‘মিতা হকের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে শঙ্কামুক্ত নন। ডেঙ্গু জ্বর, নিউমোনিয়ার সঙ্গে তার কিডনিজনিত সমস্যাও আছে। যেহেতু তাকে কেবিনে আনা হয়েছে, তাই মনে হচ্ছে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।’

মিতা হক ২০১৬ সালে শিল্পকলা পদক লাভ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকীতে মিতা হককে বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’ দেয়া হয়। তার স্বামী প্রয়াত অভিনেতা খালেদ খান। তাদের একমাত্র কন্যা জয়িতা।

সারাবাংলা/পিএ/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর