Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবচেয়ে প্রশংসিত যারা


২৫ জুলাই ২০১৮ ১৩:০৬

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

প্রশংসা পেতে কার না ভালো লাগে! সবাই প্রশংসিত হতে চায়। কিন্তু সবার ভাগ্যে তা জোটে না।

সম্প্রতি বিশ্বের শীর্ষ প্রশংসিত ব্যক্তিদের এক তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক অনলাইন প্রতিষ্ঠান ইউগভ। অনলাইনে তারা বাজার বিশ্লেষণসহ বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এই প্রতিষ্ঠানটি ৩৫টি দেশের ৩৭ হাজার মানুষের কাছ থেকে ভোট নিয়ে বিশ্বের শীর্ষ প্রশংসিত নারী-পুরুষের তালিকা প্রকাশ করেছে।

পুরুষদের মধ্যে তালিকার এক নম্বরে আছেন বিল গেটস। দুনিয়ার সবেচেয়ে বিত্তবান হিসেবেও যার অবস্থান প্রথম কয়েকজনের মধ্যেই। আর নারীদের কাতারে সবচেয়ে প্রশংসিত নাম অ্যাঞ্জেলিনা জলি। অভিনেত্রী হিসেবে তার সুখ্যাতি শুধু হলিউড নয়, পৌঁছে গেছে পুরো বিশ্ব জুড়ে।

তালিকায় ২০ জন পুরুষ ও ২০ জন নারীর নাম রয়েছে। এবারই প্রথম এই তালিকায় স্থান পেয়েছে বলিউডের চারজন অভিনয়শিল্পী। তারা হলেন অমিতাভ বচ্চন ও তার পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া।

প্রশংসিত পুরুষদের মধ্যে অমিতাভের স্থান নয় নম্বরে। আর ঐশ্বরিয়া, দীপিকা ও প্রিয়াঙ্কার অবস্থান যথাক্রমে এগারো, বারো ও তেরো। এই তালিকায় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং শোবিজ আর স্পোর্টস সেলিব্রেটিদেরই দাপট বেশি।

পুরুষের তালিকার দুই আর তিনে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, অভিনেতা জ্যাকি চ্যান। দশ এবং এগারোতে আছেন জনপ্রিয় ফুটবল খেলোয়ার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। তালিকা শেষ হয়েছে সাবেক ক্রিকেটার ইমরান খানের নাম দিয়ে।

অন্যদিকে নারীদের তালিকায় রয়েছেন মিশেল ওবামা (২), হিলারি ক্লিনটন (৫), মালালা ইউসুফজাই (৭), অ্যাঞ্জেলা মার্কেল (৮), টেইলর সুইফট (৯), ম্যাডোনা (১০)।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর