চিত্রনাট্যকার জেমস ক্যামেরন
২৪ জুলাই ২০১৮ ১৭:৪৪ | আপডেট: ২৪ জুলাই ২০১৮ ১৭:৪৮
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
‘অ্যাভাটার’ সিনেমাকে ইতিহাস বানিয়ে, আবারো লাপাত্তা জেমস ক্যামেরন। ২০০৯ সালের পর সিনেমা বিষয়ে গবেষণা ছাড়া আর কোনো কাজে দেখা যায়নি তাকে। শুধু হলিউডের না, দুনিয়াজুড়ে ক্যামেরনের খ্যাতি এত যে তার দিকে সবার নজর।
তিনি হয়ত গোপনে করছেন অনেক কিছুই। কিন্তু তার কোনো হদিস না পাওয়া গেলেও, নতুন একটি সিনেমার চিত্রনাট্য প্রস্তুতের খবর পাওয়া গেছে। হ্যাঁ, জেমস ক্যামেরন প্রযোজনা এবং চিত্রনাট্যে ইতিমধ্যেই নির্মিত হয়েছে সিনেমা ‘এলিটা: ব্যাটেল অ্যঞ্জেল’।
জাপানের কমিক আর্টিস্ট উইকিতো কিশিরো-এর কমিক সিরিজ ‘ব্যাটেল অ্যাঞ্জেল এলিটা’ থেকে সিনেমার চিত্রনাট্য করেছেন ক্যামেরন। সায়েন্স ফিকশন এই ছবিটি নির্মাণ করছেন রবার্ট রদ্রিগেজ।
সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবির ট্রেইলার। আর প্রকাশের পরেই ইউটিউবে তিন নম্বরে ট্রেন্ডিং করছে ট্রেইলারটি। ক্যামেরনের অন্যান্য কিছু সিনেমার মতো এই ছবিতেও যন্ত্র ও মানুষের সম্পর্ক ও যুদ্ধ উঠে এসেছে। তবে ক্যামেরন এবার তার চিত্রনাট্যে কি মজাটা রেখেছেন সেটাই দেখার অপেক্ষা।
চলতি বছরের ২১ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।
সারাবাংলা/পিএ/পিএম