শিল্পকলায় তিনদিনব্যাপী বাউল উৎসব
২৪ জুলাই ২০১৮ ১৬:১২ | আপডেট: ২৪ জুলাই ২০১৮ ১৬:৪১
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।
বাউল গানের অতীত ঐতিহ্যকে ছড়িয়ে দিতে ২৬ জুলাই শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাউল উৎসবের আয়োজন। দুইবাংলার বাউল শিল্পীদের অংশগ্রহণে আয়োজনটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে। অনুষ্ঠানে গান পরিবেশন করবেন প্রায় দুই শতাধিক বাউল শিল্পী। প্রতিদিন বিকাল চারটা থেকে দশটা পর্যন্ত চলবে এ আয়োজন। শেষ হবে ২৮ জুলাই।
অনুষ্ঠানের আয়োজক আবদেল মান্নান বাউল উৎসব সম্পর্কে সারাবাংলাকে বলেন, ‘হিন্দু-মুসলমান সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাউল দর্শনের শান্তিবাদি মানবতার কথা ছড়িয়ে দেয়া এই উৎসবের মূল উদ্দেশ্য। এছাড়া পাঠ্যবই থেকে লালনকে বাদ দেয়া হয়েছে, সেটারও এক ধরনের নীরব প্রতিবাদ।
বৃহস্পতিবার প্রথমদিন উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিত। দ্বিতীয় দিন ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদ মোকাবিলায় বাউল দর্শনের প্রয়োজনীয়তা’ বিষয়ের ওপর সেমিনার অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন বাউলদের সম্মাননা দেয়া হবে। তিনদিনই থাকছে বাউল দর্শনের ওপর আলোচনা। তারপর গান পরিবেশন করবেন বাউল শিল্পীরা।
‘মনুষত্ত্ব যার সত্য হয় মনে, সে কি অন্য তত্ত্ব মানে’- স্লোগান নিয়ে অনুষ্ঠিতব্য উৎসবে অন্যান্যদের মধ্যে গান পরিবেশন করবেন শফি মন্ডল, সালমা আক্তার, টুনটুন ফকির, বিউটি, সঞ্চয় কিতনিয়া, মেরিনা, হৃদয় সরকারসহ আরও অনেকে। উৎসব সবার জন্য উন্মুক্ত।
সারাবাংলা/আরএসও/পিএ/পিএম