এবার মেয়র প্রার্থী শাফিন
২৬ ডিসেম্বর ২০১৭ ১৩:৩১ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৬:৫০
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
এবার রাজনীতির মঞ্চে শাফিন আহমেদ। ব্যান্ড মাইলসের ভোকাল ও বেজ গিটারিস্ট লড়াই করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) থেকে মনোনয়ন দেয়া হয়েছে তাকে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সবার সর্বসম্মতিক্রমে শাফিনকে মনোনয়ন দেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ।
মনোনয়ন পেয়ে শাফিন সারাবাংলাকে বলেন,‘আমি আমার পার্টির কাছে কৃতজ্ঞ। দলের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের সমর্থন পেয়ে আমি খুব খুশি। দল থেকে আমাকে যে দায়িত্ব দেবে, আমি সেই দায়িত্ব পালন করবো।’
ঢাকা উত্তর মেয়র সিটি করপোরেশন নিয়ে তার পরিকল্পনা কি? জানতে চাইলে তিনি জানান, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থীর মনোনয়ন আমি আগ্রহের সঙ্গে গ্রহণ করেছি। নতুন এই সিটি করপোরেশন নিয়ে আমাদের অনেক গবেষণা ও পরিকল্পনা রয়েছে। এখনি সেগুলো বলতে চাচ্ছি না। আগামী দুই-তিনদিনের মধ্যেই সেই বিষয়গুলো গণমাধ্যমের মাধ্যমে সবার সামনে তুলে ধরবো।
উল্লেখ্য গত ১ ডিসেম্বর আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদটি শূন্য হয়। ফেব্রুয়ারির শেষ দিকে এ পদে উপ-নির্বাচন হওয়ার কথা রয়েছে।
ছবি : নূর
সারাবাংলা/পিএ/পিএম