চুমু খেয়ে ভাইরাল দীপিকা-রণবীর
২৪ জুলাই ২০১৮ ১৫:১১ | আপডেট: ২৪ জুলাই ২০১৮ ১৫:৫১
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
আসছে নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন জুটি। এ নিয়ে বলিউড ভক্তদের ঘুম হারাম হয়ে যাবার জোগাড়। বসে নেই পাপারাজ্জিরাও। ‘পদ্মাবত’ জুটি যেখানেই যাচ্ছেন ক্যামেরা হাতে তাদের পিছু পিছু ছুটছেন তারা। অন্তর্জালে প্রকাশ করে দিচ্ছেন তাদের অন্তরঙ্গ মুহূর্তের সব ছবিও। আর এসব কারণে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে দুজনকে।
এবার অবশ্য পাপারাজ্জি নয়, নিজেরাই প্রকাশ্যে আনলেন নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলেন নিজেদের চুমু খাওয়ার দৃশ্য। পরে অবশ্য ডিলিট করে দিয়েছেন ছবিটি। কিন্তু এর আগেই অন্তর্জালে ভাইরাল হয়ে যায় ছবিটি। পরে নিজের ইন্সটাগ্রামে থেকে দীপিকার আরেকটি ছবি শেয়ার করেন রণবীর। ক্যাপশনে লেখেন, ‘মাইন’, যেটির বাংলা করলে দাঁড়ায়, ‘আমার’। অর্থাৎ, দীপিকাকে নিজের বলে দাবী করেন রণবীর।
দীপিকার প্রতি রণবীরের প্রেমের অন্তরঙ্গতা প্রকাশ্যে চলে এসেছে আরও আগেই। দুজনের কেউই কোনও দিন তাদের প্রেমের কথা প্রকাশ্যে বলেননি, তবে তাদের প্রেমের কথা কখনও চাপাও থাকেনি। এখন দুজনেই প্রস্তুতি নিচ্ছেন বিয়ে পিঁড়িতে বসার। এর আগেও বহুবার দীপিকা-রণবীরের প্রেমের নানান বিষয় প্রকাশ্যে এসেছে। গত বছরই চুম্বনরত দীপিকা-রণবীরের আরও একটি ছবি ভাইরাল হয়েছিল।
এমনকি তাদের হোয়াটসআপের কথোপকথনও ফাঁস হয়েছে বহুবার। যার মধ্যে ছিল ‘পদ্মাবত’ ছবির শুটিং চলাকালীন করা একটি উষ্ণ ভালোবাসাময় আলাপ।
সারাবাংলা/টিএস/পিএ