ঐশ্বরিয়ার অভিনয় দেখলেন সালমান
২৪ জুলাই ২০১৮ ১৩:২০ | আপডেট: ২৪ জুলাই ২০১৮ ১৫:৫০
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
বলিউড ভাইজান সালমান খানের জীবনে অনেক নারীর সঙ্গেই প্রেমের সম্পর্কের কথা শোনা গেছে। দিন যাওয়ার সঙ্গে সঙ্গে সেইসব কথার জোড় ফুরিয়েও গেছে। এদের কাউকেই তেমন একটা মনে রাখেন নি সালমান। মনের ভেতরে পুষে রাখেননি ক্ষোভ কিংবা দুঃখও। তবে সাল্লুর প্রেমিক জীবনে ঐশ্বরিয়ার অধ্যায়টি সম্পূর্ণ আলাদা।
সাবেক এই প্রেমিকার প্রতি ভাইয়ের রয়েছে জমাট অভিমান। তাইতো বিগত ১৯ বছরে একবারও মুখ দেখাদেখি করেননি এ দুজন। ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে অভিনয় করেছিলেন সালমান ও ঐশ্বরিয়া। ১৯৯৯ সালের পুরোটা জুড়ে ছড়িয়ে ছিল তাদের রোমান্সের গল্প। পর্দা এবং পর্দার বাইরেও চুটিয়ে প্রেম করেছেন দুজন। এরপর হঠাৎ করেই আলাদা হয়ে যান তারা, শুরু হয় সালমান-ঐশ্বরিয়ার ভাঙ্গন পরবর্তী লড়াই।
১৯ বছর পর গতকাল (২৩ জুলাই) প্রথমবারের মতো ঐশ্বরিয়ার অভিনয় দেখলেন সালমান খান। ‘ফ্যানি খান’ ছবির প্রচারের জন্যই সালমান খানের শোয়ে হাজির হয়েছিল ছবিটির অভিনয়শিল্পীরা। ছিলেন অনিল কাপুরও। সেখানেই দেখানো হয় ছবিটির ট্রেইলার ও নানা ভিডিও। যেখানে ঘুরে ফিরেই পর্দায় আসেন ঐশ্বরিয়া।
উপস্থাপক হিসেবে সালমানকেও দেখতে হয় এসব দৃশ্য। সালমানের শোতে অবশ্য ঐশ্বরিয়া উপস্থিত ছিলেন না। এখন তিনি পরিবারের সঙ্গে লন্ডনে ছুটি কাটাতে ব্যস্ত। সালমানের শো বলেই হয়ত যাননি ঐশ্বরিয়া।
গত ১৯ বছরে একসঙ্গে ছবি করা তো দূরের কথা, কোনও অনুষ্ঠানে দেখা গেলেও বরাবর দূরত্ব বজায় রেখেছেন দুজনেই। এর মধ্যে জীবনেও অনেক বদল এসেছে। ঐশ্বরিয়া রাই অভিষেককে বিয়ে করে এখন আরাধ্যর মা। সালমান অবশ্য বিয়ে করেননি। তবে ক্যাটরিনা থেকে জ্যাকলিন, অনেক নারী এসেছে সালমানের জীবনে।
উল্লেখ্য, ৩ আগস্ট মুক্তি পাবে রাকেশ ওম প্রকাশ মেহরার ছবি ‘ফ্যানি খান’। এতে ঐশ্বরিয়া ও অনিল কাপুর ছাড়াও অভিনয় করেছেন রাজকুমার রাও।
সারাবাংলা/টিএস/পিএ