Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুসোর ঘরে নতুন অতিথি


২৩ জুলাই ২০১৮ ১৯:৫৮ | আপডেট: ২৩ জুলাই ২০১৮ ২০:০০

দীুপকা পারুকোন

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বলিউডে দীপিকা পাড়ুকোন সফল এক অভিনেত্রী। বিগত কয়েক বছর ধরে তার ক্যারিয়ার রেখা উর্ধ্বমুখী। বলিউড চলচ্চিত্রের পাশাপাশি তিনি অভিনয় করেছেন হলিউডেও। টাইম ম্যাগাজিনের জরিপে একশ প্রভাবশালী নারীর মধ্যে তিনিও একজন। অভিনয় জগতে সফল এই অভিনেত্রীর সফলতার পালকে এবার যুক্ত হচ্ছে নতুন পালক। লন্ডন ও দিল্লির মাদাম তুসো জাদুঘরে স্থান পাচ্ছে এই অভিনেত্রীর মোমের মূর্তি ।

বিজ্ঞাপন

নিজের মোমের মূর্তি স্থাপনের খবরে রোমাঞ্চিত দীপিকা। তিনি মাদাম তুসো কতৃপক্ষকে সেজন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। দীপিকা বলেন, ‘ছোটবেলায় আমি বাবা-মায়ের সঙ্গে মাদাম তুসো জাদুঘরে ঘুরতে গিয়েছিলাম। তখনকার কথা খুব একটা মনে নেই। কিছুদিন আগে চিঠি পেয়েছি এবং পড়ে জেনেছি যে আমিও নাকি মাদাম তুসো জাদুঘরের একটি অংশ হতে যাচ্ছি। এটা আমার জন্য বিশেষ কিছু।’

দীপিকা এখন লন্ডনে অবস্থান করছেন। সেখানে তিনি মোমের মূর্তির তৈরির জন্য শরীরের মাপ দিয়েছেন। তার মোমের মূর্তি প্রথমে লন্ডনে বসানো হবে। তার কিছুদিন দিল্লিতে রাখা হবে দীপিকার দ্বিতীয় মুর্তিটি। এর আগে শচিন টেন্ডুলকার, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ক্যাটরিনা কাইফসহ আরও অনেক ভারতীয় তারকার মোমের মূর্তি স্থান পেয়েছে মাদাম তুসোর জাদুঘর।

এদিকে দীপিকা ‘পদ্মাবত’ এর পর আর কোন ছবিতে অভিনয় করছেন না। যদিও ‘স্বপ্না দিদি’ নামে তার একটি ছবিতে অভিনয় করার কথা ছিল। সেটার কাজও বন্ধ রয়েছে সহশিল্পী ইরফান খানের অসুস্থতার কারনে। শোনা যাচ্ছে তিনি আবারও হলিউডের চলচ্চিত্রে অভিনয় করছেন।

অন্যদিকে চলতি বছরের নভেম্বরে বলিউড তারকা রণবীর সিং-এর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দীপিকা। বিয়ে নিয়ে এরইমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন দীপিকা।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএসও/পিএ

দীপিকা পাডুকোন মাদাম তুসো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর