Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে ‘বামবা দেশ-ই রক’


২৩ জুলাই ২০১৮ ১৭:৫২

দেশ-ই রক

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

দেশের ব্যান্ডগুলোর সংগঠন বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। এবার সংগঠনটি হাত মিলিয়েছে বেসরকারি চ্যানেল দেশ টিভির সঙ্গে। তাদের যৌথ উদ্যোগে তৈরি হবে অনুষ্ঠান। ‘বামবা দেশ-ই রক’ নামের এই ব্যান্ডসংগীতের আয়োজনে থাকবে ২৬টি পর্ব।

এরইমধ্যে ‘বামবা দেশ-ই রক’ নির্মাণ ও সম্প্রচারের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এই সংগীতায়োজন বাস্তবায়নে ২২ জুলাই বিকালে বামবা ও দেশ টিভির মধ্যে সমঝোতা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন দেশ টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান ও বামবা’র সভাপতি হামিন আহমেদ।

দেশ টিভির অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, আসন্ন ঈদুল আজহার প্রথম দিন থেকে তাদের চ্যানেলে প্রচার হবে ‘বামবা দেশ-ই রক’।

সারাবাংলা/পিএ

দেশ-ই রক বামবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর