আট বছর পর একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া
২৩ জুলাই ২০১৮ ১৭:২০ | আপডেট: ২৪ জুলাই ২০১৮ ১৬:০৯
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চন। বলিউডের দুই নামকরা স্টার। তবে তারা রিল লাইফের নয় বরং রিয়েল লাইফের স্বামী-স্ত্রী। বিয়ের আগে ও পরে একসঙ্গে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তারা। মনিরত্নম পরিচালিত ‘রাবন’ সিনেমায় একসঙ্গে শেষবারের মতো দেখা গিয়েছিল তাদের। সেটাও আট বছর আগে।
এরপর থেকে অনেকবারই শোনা গেছে তারা একসঙ্গে অভিনয় করবেন, কিন্তু তা আর শেষমেশ হয়ে ওঠেনি। কিন্তু এবার আর আগের ঘটনার পুনরাবৃত্তি নয়। ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে এবার সত্যি সত্যি জুটি হয়ে সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন স্বামী-স্ত্রী।
ছবির নাম ‘গুলাব জামুন’। ছবিটি প্রযোজনা করবেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপ। সার্ভেশ মেওয়ারা আছেন ছবিটির পরিচালনার দায়িত্বে। জানা গেছে আগামী কিছুদিনের মধ্যেই এর আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
অভিষেক এখন ব্যস্ত রয়েছেন ‘মনমর্জিয়া’ সিনেমার শুটিংয়ে। ছবিটি পরিচালনা করছেন অনুরাগ কাশ্যপ। ছবিতে আরও আছেন তাপসী পান্নু এবং ভিকি কুশল। ২১ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি। অন্যদিকে ঐশ্বরিয়া ব্যস্ত তার ফ্যানি খান সিনেমার প্রচারের কাজে। ৩ আগস্ট মুক্তি পাচ্ছে ছবিটি।
সারাবাংলা/পিএ/পিএম