Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দশ বছর পর কৃতাঞ্জলি, ফিরলেন পূর্ণিমা


২৩ জুলাই ২০১৮ ১৩:৪১ | আপডেট: ২৩ জুলাই ২০১৮ ১৬:১৪

পূর্ণিমা। ছবি: আশীষ সেনগুপ্ত

এন্টারটেইমেন্ট করেসপন্ডেন্ট ।।

চিত্রনায়ক মান্না এখন নেই। জীবদ্দশায় চলচ্চিত্রে কাজ করেছেন। কাজ করেছেন চলচ্চিত্রের জন্য। মান্নার মৃত্যুর পর প্রথমবারের তার গড়া প্রতিষ্ঠান ‘কৃতাঞ্জলি ফিল্মস’ চলচ্চিত্রের জন্য কাজ শুরু করলো। এর মাধ্যমে দশ বছর পর চলচ্চিত্র প্রযোজনায় ফিরল প্রতিষ্ঠানটি। ‘জ্যাম’ নামের সিনেমা প্রযোজনা করবে ‘কৃতাঞ্জলি ফিল্মস’। আর এ বিষয়গুলো দেখভাল করছেন প্রয়াত নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না।

বিজ্ঞাপন

সোমবার (২৩ জুলাই) সকালে ঢাকা ক্লাবে সিনেমা নির্মাণের ঘোষণা দেয়া হয় আনুষ্ঠানিকভাবে। এই সিনেমার মাধ্যমে বেশ কিছুটা বিরতির পর চলচ্চিত্রে ফিরছেন অভিনেত্রী পূর্ণিমা। আর কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা হিসেবে দেখা যাবে আরিফিন শুভ ও ফেরদৌস আহমেদকে। আরও থাকছেন মৌসুমী, ওমর সানি, অমিত হাসান, মিশা সওদাগর ও চম্পা। ছবিটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।

মহরতে উপস্থিত ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ‘জ্যাম’ সিনেমায় অভিনয় করছেন তিনি, এমন একটা খবর গত কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল সিনেমা পাড়ায়। তবে ছবির মহরতে এসেও ‘জ্যাম’ সিনেমায় অভিনয়ের ব্যাপারে চূড়ান্ত কিছু বলতে পারলেন না এই অভিনেত্রী। বললেন, ‘আলোচনা চলছে’। শিগগিরই জানাবেন বিস্তারিত।

ঋতুর প্রসঙ্গে ছবির পরিচালক নেয়ামুল বলেন, ‘একটি চরিত্রের জন্য তাকে রাজি করানোর চেষ্টা চলছে। তিনি এখনো না করেননি। আবার রাজিও হননি। শিডিউল ঝামেলা আছে। শিগগিরিই হয়ত নিশ্চিত করে কিছু একটা জানাতে পারবো।’

নেয়ামুল নিশ্চিত করে কিছু না জানাতে পারলেও ঋতু ছবিটির জন্য শুভকামনা জানিয়েছেন। বলেছেন, থাকতে পারলে ভালো লাগতো। সারাবাংলা কে তিনি বলেছেন, ‘শিডিউল মেলানোর চেষ্টা চলছে। দেখি কি হয়!’

বিজ্ঞাপন

শুভেচ্ছা বক্তব্যে ঋতু আরও বলেন, ‘আজকের দিনটা কিছুটা আনন্দের, অনেকটা বেদনার। মান্না ভাই নেই। এমনটা কখনো হবে ভাবিনি। আমার অসম্ভব প্রিয় একটা মানুষ, অনেক ভালো বন্ধু ছিলাম আমরা। অনেক মিস করছি মান্না ভাইকে। আর বাংলাদেশ নিয়ে কি বলবো, আমি নিজেকে ওপার বাংলার মেয়ে মনে করিনা। আমি দুই বাংলার মেয়ে। আমি চাই এই সম্পর্কটা যেনো টিকে থাকে। আর জ্যাম ছবিটা প্রসঙ্গে বলবো, এই ছবিটার মাধ্যমে সবার মনের জ্যাম যেনো খুলে যায়। আমরা সবাই যেনো এক সঙ্গে হাত ধরে চলতে পারি।’

‘জ্যাম’ সিনেমার মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। সিনেমার মূল ভাবনাটি মূলত প্রয়াত সাংবাদিক আহমেদ জামান চৌধুরী। কাহিনী বিন্যাস করেছেন শেলী মান্না। চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার।

গতবছর ‘একটি সিনেমার গল্প’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সেখানে তার সহশিল্পী ছিলেন আরিফিন শুভ। এছাড়াও জ্যামের অন্য নায়ক ফেরদৌসের সঙ্গে ঋতু অভিনয় করেছিলেন ‘এক কাপ চা’ ছবিতে। ফলে এই দুই নায়কও চাইছেন ঋতু ছবিটিতে অভিনয় করুক।

ছবি: আশীষ সেনগুপ্ত

সারাবাংলা/টিএস/পিএ/পিএম

কৃতাঞ্জলি ফিল্মস জ্যাম

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর